আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের মনে আসুক আনন্দের বান, শান্তির অনিঃশেষ, অনন্ত পয়গাম।

এরই নাম বুমেরাং

আপনারা, আমরা কেমন আছি? খুব বেশি ভালো আছি কি? খুব বেশি খারাপ আছি কি? মানুষের মনগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে। মনমরা হয়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, দাচ্ছে, রোজগার করছে --- এই তো! আর কি? এটুকু বলা যায় তারা খুব একটা সুখে নেই। আমরা খুব একটা সুখে নেই। এই যে একটা কোরবানির ঈদ গেল, কারো মনে কি তেমন একটা আনন্দ ছিল? ছিল না। চারিদিকের কোনো দিকে একটা বাজি পুড়লো না, হৈ-হল্লা হলো না, গান-বাজনা হলো না। তাহলে আনন্দ কাকে বলে? আর আনন্দ ছাড়া জীবন চলে কীভাবে? অবশ্যই খুব সত্বর একটা মানসিক পরিবর্তন দরকার আমাদের। সেটা শুধু জরুরি আইন উঠিয়ে নেয়ার মাধ্যমে না, সাংস্কৃতিক মুক্তির মাধ্যমে। সংস্কৃতি আনন্দের বড় উপাদান। মানুষের মনে আসুক আনন্দের বান, শান্তির অনিঃশেষ, অনন্ত পয়গাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.