দেখবেন নাকি একবার ব্যবহার করে :)
গতকাল রাত থেকে একটি ইশুকে নির্ভর করে কিছু ব্লগার ব্লগের ডেভলপারদে গালি দিচ্ছেন, যা কিনা খুবই বিরক্তকর। আমরা বারবার বলার পরও আপনারা ব্লগ ডেভলপার ও মডারেটরদের এক করে ফেলছেন।
আমরা যারা এটার ডেভলপার হিসাবে কাজ করছি, তাদের দায়িত্ব এটার ট্যাকনিকাল সাপোর্ট দেওয়া, মডারেশন করা নয়। আমরাও আপনাদের মতই ব্লগিং করার জন্য লগইন করা থাকি। ওকে আজকের এই পোস্টটির পর হয়ত আর মেইন সাইটে লগইন করব না।
(তবে কাজের জন্য টেস্টিং সাইটে লগইন করব)।
কোন এক ব্লগার দেখি সাহস করে লিখে ফেলেছেন, হাসিন ভাইয়ের মত লাভলুদাকেও বের করে দেওয়া দরকার। তাকে বলতে চাই, হাসিন ভাই এর মত ডেভলপারকে বের করাতো দুরের কথা, ওনাকে বিদায় জানাতেই সা.ই -এর খুব খারাপ লেগেছে। আর আমাকে বের করে দেওয়া হবে, না হবে না, এটার সিদ্ধান্ত সা.ই. কতৃপক্ষ নিবে আপনাকে এটি নিয়ে চন্তা করতে হবে না। তাছাড়া যেদিন মনে হবে আমাকে সা.ই-এর দরকার নেই, আমি নিজেই সরে যাব।
সবার শেষে আবারো বলব, আমরা ডেভলপার মডারেটর না।
*কমেন্টর জবাব পাবেন না। সো কোন প্রশ্ন করবেন না প্লিজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।