আমাদের কথা খুঁজে নিন

   

উইকিপিডিয়ার জন্য সীতাকুন্ড উপজেলার উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক স্থানের ছবি আহবান


জনমানুষের বিশ্বকোষ- উইকিপিডিয়ায় বাংলা এবং ইংরেজী উভয় ভাষায় কাজ করে যাচ্ছেন বেশ কয়েকজন বাংলাদেশী যারা ইতিমধ্যে উইকিপিডিয়ার মাধ্যমে দুনিয়াকে বদলে দেওয়ার মিছিলে সামিল হয়েছেন। আপনাদের অনেকেই হয়তো জানেন কোন কোন উপায়ে উইকিপিডিয়াকে আপনারা সাহায্য করতে পারেন। উপায়গুলোর মধ্যে সবচেয়ে সহজ এবং অন্যতম গুরুত্বপূর্ণ যে উপায়টি তা হল আপনার তোলা ছবি উইকিপিডিয়ায় দান করে। দান বলতে ছবিটিকে পাবলিক ডোমেইন বা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় প্রকাশ করা। ফলে তা যেন উইকিপিডিয়ার মত অন্যান্য উন্মুক্ত কন্টেন্ট প্রকল্পগুলো ব্যবহার করতে পারে।

উইকিপিডিয়ায় মাধ্যমে ইন্টারনেট দুনিয়াতে আমরা যেমন আমাদের মায়ের ভাষা বাংলাকে আরও বিস্তার এবং সংরক্ষণ করতে পারবো, তেমনি এর মাধ্যমে আমরা সহজেই আমাদের দেশ এবং ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারবো। এ ধরণের কাজে ছবি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং কোন বিষয়কে আরও সুন্দর এবং পরিপূর্ণভাবে উপস্থাপন করা যায়। তাই বাংলাদেশ এবং বাঙালিত্বকে আরও পরিপূর্ণভাবে উপস্থাপনের জন্য চাই বাংলাদেশ, এর ইতিহাস এবং ঐতিহ্যের অনেক অনেক ছবি, ভিডিও, অডিও। যা দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যেতে পারবো এক পরিপূর্ণ এক বিশ্বকোষ। এর আগে উইকিপিডিয়ান তারিফ এজাজ "উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড করার পদ্ধতি" লিখেছিলেন।

আপনারা এ লেখা থেকে সহজেই জেনে নিতে পারবেন কিভাবে উইকিপিডিয়ায় আপনার ছবি দান করবেন। আপনারা নিজের উপজেলার উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক ছবি তুলে পাঠাতে পারেন। যা আপনার উপজেলা বা জেলার নিবন্ধগুলোকে পরিপূর্ণতা দানে সাহায্য করবে। তুলে দিতে পারেন উল্লেখযোগ্য কোন বিশিষ্ট ব্যক্তির ছবি, যা তার নিবন্ধে রাখা যাবে। দিতে পারেন ঐতিহ্যবাহী কোন বস্তু বা কোন অনুষ্ঠানের ছবি।

এক কথায় যে কোন ছবি। তবে শর্ত একটাই তা প্রকাশ করতে হবে পাবলিক ডোমেন অথবা ক্রিয়েটিভ কমন্সের আওতায় কোন লাইসেন্সে। বর্তমানে ইংরেজি উইকিপিডিয়াতে কাজ হচ্ছে সীতাকুন্ড উপজেলা এবং সীতাকুন্ড শহর নিয়ে। নিবন্ধটি এখন একটা ভাল অবস্থায় আছে কিন্তু সীতাকুন্ড উপজেলার উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক স্থান গুলোর ছবি দরকার যা নিবন্ধগুলোকে উইকিপিডিয়া ফিচার্ড আর্টিকেল হওয়ার ক্ষেত্রে এগিয়ে নিবে। বিশেষ করে চন্দ্রনাথ পাহাড় এবং মন্দিরের ছবি দরকার।

আশা করছি সীতাকুন্ডে বাড়ী এমন লোকদের কাছ থেকে সাড়া পাবো। ছবি আপনি নিজেও আপলোড করতে পারেন অথবা ঠিকানায় ইমেইল করে দিতে পারেন তবে ইমেইলে "I release the photos under GNU Free Documentation License" লাইনটি অথবা ক্রিয়েটিভ কমন্সের লাইসেন্সটি উল্লেখ করতে ভুলবেন না। কারণ ইমেইলটি আপনি স্বত্ব ত্যাগ করেছেন, তার প্রমাণপত্র।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.