আমাদের কথা খুঁজে নিন

   

অস্থির সময়ের বিবস্ত্র পোষ্ট...



(ঐ অনাহারী শিশুর পাশে..যে তার শ্রমিক বাবার পঁচা লাশের জন্যে নির্জন রাত জুড়ে বসে আছে..) আমি বারবার নতুন করে স্বপ্ন দেখি..নতুন করে বাঁচার আজন্ম ইচ্ছাকে করতে পারিনা সংবরন...আমি মনুষ নামের এক দিকভ্রান্ত পথিক....আমি পালকের উড়ে যাওয়া কিংবা পাতার ঝরে পড়াতে বিষন্ন হই...এ কোন আমি ..কেমন আমি.. ছায়াফেরা অন্তহীন প্রপাতে আমার বসবাস,,,আমি আক্রোশে কেঁদে উঠি..আমি বিবেকের তাড়নায় ছুটেবেড়াই বিবর্ন বিষাধে..এই আমি .. আমি মনুষ নামক প্রজাতির প্রতিনীধি.. আমি শহীদ কে শ্রোদ্ধা জানাতে লজ্জা পাই..আমি পথশিশুকে আবেগে কোলে তুলে নিতে পারিনা চু লজ্জার ভয়ে... আমি বিজয়ের দিন ঘুরে এলে লাল – সবুজ পতাকা উড়াই...এই আমিই জাতীয় পতাকা টয়লেট টিস্যু হিসেবে ব্যাবহার করতেও দ্বিধা হইতো করবোনা।...আমাকে ধিক্কার আমি প্রতি সন্ধ্যের গোধূলীর আলোয় জানিয়েছি..আমি কান্ত হয়ে পড়ছি... আমি বাঁচতে চাই...কোন স্বপ্নকে কপ্পুরের গন্ধের মত মিলিয়ে যেতে দিতে আমি চাইনা...কেউ কি আছেন আমার ....আমার সাথে...আমার পাশে....ঐ অনাহারী শিশুর পাশে..যে তার শ্রমিক বাবার পঁচা লাশের জন্যে নির্জন রাত জুড়ে বসে আছে..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।