আমাদের কথা খুঁজে নিন

   

অযোগ্য ( বিদ্র: প্রত্নতত্ব কে লক্ষী বলে সম্বোধন করা হয়েছে)

সুখীমানুষ

এমন হতভাগা নিজেই জানিনা লক্ষী জন্মেছে মোর ঘরে, লক্ষীরে মোর চতুর লম্পট আমার সম্মতিতেই ভোগ করে। মাদাম কুরী যেমন যেতেন সেমিনারে, লক্ষীও তেমনি যাবে তোমার লক্ষী তোমার ঘরে ঠিকই ফেরত পাবে। ঘুন ধরা মোর সংসারেতে ঘুনের অভাব নাই “লক্ষী যাবে, দায়িত্ব আমার” বলে দিয়েছে আমার ভাই। লক্ষীর যত সহদর ছিল সবে করলো মানা আমিও ভাবিনি ভাইএর কেন ভাতিঝিতে এত মালিকানা! গেল লক্ষী সেমিনারে, আটক হলো খুপরী ঘরে আমার লক্ষীরে এখন বাজারে বসায়ে লম্পট ব্যাবসা করে। ফেরত নাকি দিয়েছে লক্ষী নামের ই কোন এক মেয়ে কি দিলো ফেরত আমারে দেখতেও দেয়নি যেয়ে। ঘুন ধরা মোর সংসারে বিভীষন রাজ-ক্ষমতা রেখেছে ধরে লক্ষীরে মোর বাজারে বসায়ে, বাজারের মেয়েরে লক্ষী করে। ২৮,১২,২০০৭, প্রেমবাগান, উত্তরা, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.