ঈদ আসছে, ঈদের ছুটি ও শুরু হয়ে গেছে, তাই আস্তে আস্তে খালি হতে শুরু করছে সদ্য ঘোষিত বসবাসের অযোগ্য নগরী ঢাকা। ফেসবুক, বিভিন্ন গ্রুপ, ব্লগ, ফোরাম সবখানেই ঢাকা ত্যাগকৃত লোকজন ঢাকা ত্যাগ করার পূর্বে বেশ কড়া ভাষায় এই বসবাসের অযোগ্য নগরীটাকে গালাগালি করেতেছে আর তাদের চির-শান্তির গ্রামের বাড়ির কথা চিন্তা করে বেশ আবেগ-ঘন পরিবেশের অবতারণা করতেছে। ঢাকার বাইরে থেকে আগত, ঢাকা কে ঘৃণা-কৃত মানুষগুলা যদি একবারের জন্যও অনুধাবন করতো যে, তাদের চির-শান্তির গ্রামের মায়া ত্যাগ করে এই ঢাকা শহরে আসার কারণেই আজ ঢাকা বসবাসের অযোগ্য নগরী হিসেবে প্রথম স্থান অধিকার করে আছে। ঢাকার বাইরে থেকে আগত ঢাকাকে চরমভাবে ঘৃণা-কৃত এই সব লোকদের ভার বহন করতে করতে ই এখন ঢাকা ক্লান্ত, পরিশ্রান্ত। তাই যেই কটাদিন ঢাকার বাইরে থেকে আগত জনগণ পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগের জন্য ঢাকার বাইরে অবস্থান করবে, ঠিক সেই কটা দিনই ঢাকা বাসী উপভোগ করবে বসবাসের অযোগ্য একটা নগরীর মধ্যে স্বাধীন ভাবে চলাফেরা, কাজকর্ম করার এক স্বর্গীয় সুখ !!! তাই ঢাকা ত্যাগকৃত ব্যক্তিদের জন্য একটা উপদেশ, ঢাকাকে গালাগালি করার পূর্বে একবার হলেও চিন্তা করবেন যে ঢাকা কে বসবাসের অযোগ্য নগরী হিসেবে পরিণত করতে আপনার অবদান কতটুকু, কারণ হয়তো আপনার শান্তির প্রিয় গ্রামের বাড়ি ত্যাগ করে এই নোংরা ঢাকা শহরে আসার কারণে ই ঢাকা আজ বসবাসের অযোগ্য একটি নগরী, আর আপনি ঠিক যতদিন ঢাকার বাইরে থাকবেন, ঠিক ততদিন ই ঢাকা থাকবে ঢাকাবাসীর স্বপ্নের তিলোত্তমা নগরী হিসেবে !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।