আমাদের কথা খুঁজে নিন

   

ব্যক্তিগত জীবনে শেখ মুজিব সেক্যুলার ছিলেন কি?

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

ইনসাল্লাহ দেশকে মুক্ত করে ছাড়ব - শেখ মুজিবর রহমান সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বললেও শেখ মুজিব ব্যক্তিগত জীবনে কি সেক্যুলার ছিলেন? অল ইন্ডিয়া মুসলিম ফেডারেশনে যোগদানের মাধ্যমে শেখ মুজিবের রাজনৈতিক জীবনের শুরু। পরে পড়াশুনা করেন ইসলামিয়া কলেজে। প্রতিষ্ঠা করেন ইষ্ট পাকিস্তান মুসলিম ষ্টুডেন্টস লীগ। পরে প্রতিষ্ঠা করেন আওয়ামি মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ)। দেশ স্বাধীনের পর তিনি ইসলামের দিকে ঝুকতে থাকেন।

১৯৭৩ সালে ইসলামিক একাডেমিকে পুনর্জীবিত করেন। মদ তৈরি ও বিক্রী করা নিষিদ্ধ ঘোষনা করেন। জুয়া খেলা নিষিদ্ধ করেন। ও আই সি এবং ইসলামিক ডেভেলোপমেন্ট ব্যাংকের সদস্যপদের জন্য আবেদন করেন। ও আই সি সামিটে অংশগ্রহনের জন্য ১৯৭৪ সালে ঐতিহাসিক লাহোর সফরে যান।

এইসময় বিভিন্ন জনসভায় এবং ভাষনে ইসলামিক স্লোগান, ইসলামি সম্ভাষন কিংবা ইসলামিক আইডলোজির উল্লেখ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। শেষ বছরগুলোতে শেখ মুজিব তার ভাষন জয়বাংলার শ্লোগানের পরিবর্তে খোদাহাফেজ দিয়ে শেষ করতেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।