আমাদের কথা খুঁজে নিন

   

বিটিভিতে বাংলাদেশ নেই : ভারত-পাকিস্তান আছে, কিন্তু কেন?

যেতে চাও যাবে, আকাশও দিগন্তে বাঁধা, কোথায় পালাবে!

প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ছোবলে আক্রান্ত বাংলাদেশবাসীর সাহায্যের জন্য আয়োজিত প্রদর্শনী Twenty20 ম্যাচে প্রায় পূর্ণশক্তির নিউজিল্যান্ডকে হারালো আমাদের ছেলেরা। বিটিভি নিশ্চুপ, এরকম একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজিত ম্যাচ দেখানোর প্রয়োজন মনে করলোনা তারা। দুবাই - কানাডা সহ বিশ্বের যে কোন স্থানে থারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ হলে, তা যতই অগুরুত্বপূর্ণ হোক না কেন, বিটিভির তোরজোড়ের শেষ নেই। সারাদিন ব্যাপী সব অনুষ্ঠান বন্ধ রেখে লাইভ দেখানো হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশনে বাংলাদেশের ম্যাচ দেখা যাবেনা কেন? এমনতো নয় ম্যাচটি কোন চ্যানেলেই সরাসরি সম্প্রচারিত হয়নি। ইন্ডিয়ান চ্যানেল Sony Sab এটিকে সম্প্রচার করেছে। Sky Sports সম্প্রচার করেছে বিশ্বের অনেকেগুলি দেশে। এখনো বাংলাদেশের কোটি ক্রিকেটপ্রেমী জানেনা ২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া ওডিআই সিরিজ বিটিভি দেখাবে কিনা!! এমনতো নয় যে বাংলাদেশে ক্রিকেটের বাজার নেই!! ভারত- পাকিস্তানের খেলা হলে এই অনিশ্চয়তা থাকতোনা। এতদিনে বারংবার ঘোষণা , স্পন্সরদের এ্যাড সবই দেখা যেতো। জানি নিজ দেশের প্রতি এমন বিমাতা সুলভ আচরণের কোন জবাব পাওয়া যাবেনা, তারপরও জানতে ইচ্ছা করে, কেন? কেন এই বিশ্বাসঘাতকতা!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.