সত্য যে বড় কঠিন, তাই কঠিনেরে ভালবাসিলাম
আবার আইলাম....
" এটা কেমন গণতন্ত্র, নিযামীও বিটিভিতে বক্তুতা দেয় !?
অনেকদিন পর আবার ব্লগে লেখার বা বলার সুযোগ করতে পারলাম ।
পেশাগত কাজ আর কাজ সংশ্লিষ্ট আশা-নিরাশার দোলাচলে লিখতে পারিনি। ব্লগার বন্ধুদের তাই জানাই ভালবাসা ও শুভেচ্ছা।
বিনীতভাবে আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই । জবাব পেলে ভালো লাগবে।
গোটা দেশ এখন গনতন্ত্র গণতন্ত্র করতে ব্যস্ত। এ রকম গণতন্ত্র কী আদৌ মানুষের জন্য প্রয়োজন, যে গণতন্ত্রের দোহাই দিয়ে আমার মায়ের , বোনের ধর্ষনকারী আবারো আমার কাছে ভোট চাইবে।
একবার একটু ভাবুন তো, আপনার বাবার হত্যাকারী আপনার কাছে বলছে- আমি তোমাকে শাসন করতে চাই। তুমি আমার হুকুমে এবং আমার নীতি চলবে।
আমি জানি না, এরকম ভাবনায় আমার হাত কেস যেন নিসপিস করে।
আমি হয়তো ভালো সংবাদকর্মি হতে পারি নি, পেশাদারিত্বের নামে নিজের আদর্শ এখনো বিকিয়ে দিতে পারিনি।
আমি জানি না, কবে আমি ইরাকী সাংবাদিক জাইদির মতো হয়ে উঠি.....
হয়তো মুক্তিযোদ্ধা বাবার অসমাপ্ত কাজটি আমিই করে ফেলি...
আমার মতো কেউ কী ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছেন !? আওয়াজ দিয়েন...
আমি এইসব রাজাকার গণতন্ত্রীদের দ্বারা শাসিত হতে চাই না...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।