আমাদের বিটিভিতে খেলা দেখার অভিজ্ঞতা ... ক্রিকেটের বি.টি.ভি র সংস্করনঃ ১. এক ওভার ৫ বলে হয়, ক্ষেত্র বিশেষে ৪ বলেও হইতে পারে। ২. যদি কোন ওভারের ৫ তম বলে ব্যাটসম্যন আউট হয় তাইলে ওই ওভারের শেষ বল কোন MATTER না, পরবর্তী ওভারের প্রথম বল থেকে আবার খেলা শুরু। ৩. ওভারের শেষ বলে ৬ হোক বা আউট ই হোক, এইটার কোন REPLAY দেখতে চাওয়া গুনাহ র সামিল ৪.বাংলাদেশের কোন ব্যাটসম্যন আউট হইলে লঞ্চের ছাদে 7-UP নিয়া নাচলে মন ভাল হয়ে যাবে। ৫. খেলা এক ওভার ৪ বলে হয় সেই সময় যখন "বাবুর পুষ্টির জন্য কি কি খাদ্য জরুরি " বিষয়ক পেরেসানি নিয়া আম্পায়ার ব্যস্ত থাকে। ৬. মাঝে মাঝে খেলা DIRECT শুরু হবে মাঠে বল গড়াইতেসে অথবা ব্যাটসম্যন প্যভিলিয়নে ফিরতাসে এই দৃশ্য থেকে ( মধ্যে কি ঘটসে জানতে হইলে আপনাকে আবার বাবুর পুষ্টি, যত চাবেন তত পাবেন, TIFFIN বিস্কুট ইত্যাদি ঘুইরা আসতে হবে) ......... মোট কথায় বি.টি.ভি তে খেলা দেখা একটি মধ্যযুগীয় মানসিক অত্যচার। গুয়েনতানামো বে কারাগারে এই থেরাপি দিয়া অনেক TERRORIST এর মুখ খুলানো হইসে... আমি আম জনতা হিসাবে যুদ্ধাপরাধিদের সাথে সাথে বি.টি.ভি কর্তৃপক্ষের সুষ্ঠ বিচার দাবি করছি !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।