সচল আঁধার সাজাই
হটাৎ করে বাংলাদেশটা
দেখতে গেছেন শাকিরা
কেউ জেনেছেন পত্রিকাতে
চেয়ে আছেন বাকীরা।
ঈদের খুশী বইছে এখন
পশুর হাটে মন্দা ভাব
টাকা থাকার পরও অনেক
চুপি চুপি লাজওয়াব !
কোথায় গেল সেদিন গুলো
ছিলো বাজার রমরমা
এখন শুধু দুদকের ভয়
ব্যাংকে ও টাকা নেই জমা।
যারা আছে দু:খে -শোকে
তাদের আবার ঈদ কিসের
বাংলাদেশটাই থমকে আছে
ব্যথার দহন সিডরের ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।