আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের মাংসের দাম কত

mhfoez@gmail.com

কয়টা মানুষ কিছু দিন ধরে আকাশে আটকে আছে। ওরা কি অনেক উঁচুতে আকাশে উড়তে চেয়েছিলো? ওরা কখনো উড়ো জাহাজে উঠেনি। আকাশে উড়ার স্বপ্নও কখনো দেখেনি। হয়তো ওরা আকাশ ছুঁইতে চেয়েছিলো। সব মানুষের স্বপ্নতো কখনো কখনো সফল হয়না! ওদের হয়েছিলো।

ওরা আকাশ ছঁয়েছিলো। ওরা হয়তো ভেবেছিলো আকাশ ছোঁয়া এ ভবন ভাঙার সুযোগে আকাশটা একটু ছুঁয়ে দেখা যায় কিনা। ওরা তাই করলো, চিরতরের জন্য ওরা আকাশ ছুঁয়ে দেখলো। আকাশ ছোঁয়ার জন্য ওদেরকে আমরা লোভ দেখাই। স্বপ্ন দেখাই।

ওরা সব বিশ্বাস করে। সে বিশ্বাসে ওরা আকাশ ছুঁইতে চেয়েছিলো। ওরা তুচ্ছাতি তুচ্ছ মানুষ, শ্রমিক বলে কথা। ওদের কাজের কোনো নিরাপত্তা নেই। আমাদেরই স্বার্থে আমরা তাদের ব্যবহার করি।

আমরা যেন আবার ফিরে গেছি সেই প্রাগৈতিহাসিক যুগে, যেখানে মানুষ পন্যের মত বিক্রি হয়। যাদের শ্রম ঘাম রক্তে এ নগর তৈরী হয়, আর ওদেরকেই ফেলে দেই চরম ঝুঁকির মধ্যে। এ দেশে মানবাধিকার নিয়ে নানান সেমিনার হয়, বড় বড় বুলি আওড়াই আর আমাদের সামেনেই এত গুলো মানুষ চিত্কার করে করে আমাদের সাহায্য চাইলো আমরা তার কিছুই করতে পারলামনা। কোন সমাজে বাস করছি আমরা। এ নগরে আমরা সবাই খাচ্ছি ঘুমুচ্ছি ফিরছি, আর আমাদের সুউচ্চ ভবনে কটা মানুষ মরে পঁচে যাচ্ছে।

পঁচা মাংস গলে গলে পড়ছে নীচে। এ নগর বড় নিষ্ঠুর নগর। ঘাতক নগর। এ নগর মানুষের মাংস দিয়ে স্যান্ডউইচ বানায়, ঘাম দিয়ে হয় চায়নিজ স্যুপ, আর শত শত নিরন্ন মানুষের অশ্রু ধারা দিয়ে হয ঝলমলে ফোয়ারা। সবচেয়ে বড় নিষ্ঠুর আর অমানবিক বিষয় হলো, যখনি কোনো দুর্ঘটনা হয, কোনো শ্রমিকের প্রাণ হানি ঘটে, তাদের পোষ্যদের সামনে আমরা টাকার অংক মেলে ধরি।

আমরা সব কিছুকে টাকায় বিচার করি। মানুষটাকে কি নিক্তির ওজেন মেপে এর হিসাব করা হয় ? মানুষ কি কেজির মাপে বিক্রি হয়? দেখে শুনে তো তাই মনে হয়। তাহলে গরু মহিষ ছাগলের মাংসের মত মানুষের মাংসও কি বিক্রি হয় !! পুঁজির সমাজে মানুষের এ এক নিষ্ঠুর নিয়তি। আমরা আর কত নিষ্ঠুর নির্লজ্য হব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.