আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের শুভেচছা



বিজয়ের ৩৬ বছরে সবাইকে জানাই বিজয়ী শুভেচছা।১৯৭১ থেকে ২০০৭ এর ১৬ই ডিসেম্বর।পুরোপুরি তিনটি যুগ।শিশু বাংলাদেশ আজ পরিপুর্ণ যুবক/এই যুবকের ১ম যুগটিই কেটেছে মূল চেতনাহীন,অস্হিতিশিল,বিভ্রান্তপূর্ন একটা সময়ে/২য় যুগটাও ছিল এর চাইতে কঠিন,১ম যুগের জলপাই রংয়ের পোশাক,গাড়ী নিয়ে গনতন্তের লেবাসে যে কাল বুটটি এ যুবককে ত্রুমাগত পদদলিত করেছিল,তার রেশটা কিন্তু পরবর্তী যুগটির পুরোটিই জুড়েছিল/আর শেষ অর্থাত্ক ৩য় যুগটিতে এসে এত কিছুর পরেও যে অর্জনটা সে করেছিল তা ত্রুমাগত কুয়াশাচ্ছন্ন,ঘোলাটে এবং হারিয়ে ফেলার উপত্রুম হয়েছে/ উচ্চাভিলাসী,ক্ষমতালোভী,কুচত্রুী,ধর্মান্ধ,সন্ত্রাসী,মৌলবাদী,দূর্নীতি,পরায়ন,দালাল,লেজুড়,শ্রেনীর ক্ষমতায়নের ফলে বিজয়ের বা স্বাধীনতার ফল গাধার মুখের সামনে মুলা ঝোলানোর মতই/জনগনের জন্য যে বিজয় সেই জনগনের ভাগ্য কে গনতন্ত্রের নব্য নব্য ফর্মুলা ঝুলিয়ে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে,আর এই সব কিছুই সম্ভব হয়েছে দেশ বরেন্য নেতা নেএ্রীদের সাথে সেই লেজুড় দালার শ্রেনীর ত্রুমাগত সখ্যতা/ একটা সময় যেমন কাহারা কাহারা ধর্মকে তাদের মনগড়া ব্যখ্যার মাধ্যমে নিজেদের কুক্ষিগত করে রাজনৈতিক ফায়দা লুটেছেন এবং অদ্যাবদী লুন্ঠনরত।জনগনের জন্য যে গনতন্ত্র তাও আজ কাহারা কাহারা কুক্ষিগত করে তাদের রাজনৈতিক অভিলাষ পূর্ন করতে চাচ্ছেন/ইহা দেখে হয়ত গনতন্ত্রের প্রবক্তা স্বয়ং স্বর্গ হতে মৃদু মৃদু হাসছেন,নয়ত তাদের মুন্ডুপাত করছেন/ এই সব দেখে বিচলিত হলে চলবেনা গনতন্ত্রের সঠিক উপলব্ধি এবং চর্চার মাধ্যমে ইহাকে সুসংহত করে জনগনের অধিকার রক্ষার জন্য সচেষ্ট থাকতে হবে/তবেই সব ধরনের বিজয়ের স্বাদ উপলব্ধি করতে পারবে/ গনতন্ত্রের কাছে জনগন যেন বারবার মার খেয়ে যাচেছ/যে গনতন্ত্রের মন্ত্রটা এক সময় ছিল "ফর দ্যা পিপল,বাই দ্যা পিপল,অব দ্যা পিপল, সেই গনতন্ত্র যেন বর্তমানে অবিচছন্ন,এলেমেলো,দিকভ্রান্তের মত/মনে হচ্ছে যেন গনতন্ত্র হচ্ছে,"ফর দোজ পিপল,বাই দোজ পিপল,অফ দোজ পিপল" এর মত/জনগন কি আদৌ এর সুফল ভোগ করবে?হতাশ হলে চলবেনা,শুধুমাত্র অবুঝ,কাঁচা,আধমরা অসচেতনতার কারনে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে/ বিজয়ের ৩য় যুগপুর্তিতে সবাই কে আহবান জানাই,সেই ৭১ এর চেতনায় ঐক্যবদ্ধভাবে অর্জিত নিজের সমস্ত অর্জন দেশের কল্যানে ঢেলে দিতে/দেশ আমার মা, সেই মাকে ভুললে চলবে না,সেখানেই যে গাঁথা আছে সবার শেকড়/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.