আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে রেড ক্রিসেন্ট কতটা নির্ভরযোগ্য ???



জাপানে কিছু বন্ধু আছে আমার। পেশাগত কাজেই তাদের সঙ্গে বন্ধুত্ব। বাংলাদেশ ঘুর্নিঝড় সিডরে আক্রান্ত হওয়ার পর আমার বন্ধুরা ফান্ড কালেক্ট করা শুরু করে। গতকাল আমাকে ই-মেইলে জানালো ৫০ হাজার ডলারেরও বেশি ফান্ড ইতিমধ্যে জোগাড় করে ফেলেছে তারা। কিন্তু সমস্যা দেখা দিয়েছে সেগুলো বাংলাদেশে পাঠানো নিয়ে।

আমার বন্ধুরা চায় এমন কোন মাধ্যমে টাকাগুলো পাঠাতে যাতে করে এটার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়। শুধুমাত্র যেন ঘুর্নিঝড় দুর্গতদের কাজে লাগে। আমার বন্ধুদের প্রাথমিক ইচ্ছা ছিলো রেড ক্রিসেন্টের মাধ্যমে টাকাটা বাংলাদেশে পাঠাবে তারা। কিন্তু আজকে এক সিনিয়র সাংবাদিক জানালো যে বাংলাদেশের রাজনৈতিক সরকারদের চেয়েও বেশি দুর্নিতিগ্রস্থ হচ্ছে এদেশের রেডক্রিসেন্ট। তারা নাকি ত্রানের টাকার একটা বড় অংশই নিজেদের লজিস্টিক এবং স্টেবালিশমেন্ট বাবদ কেটে রাখে।

আর পুরো সাহায্যের ১০ শতাংশের মতো ক্ষতিগ্রস্থদের দেয়। একথা আমি এখনো জাপানী বন্ধুদের জানাই নি। তবে তারা মিডিয়ার কল্যানে রেড কিসেন্ট সম্পর্কে কিছু বিরুপ ধারনা ইতিমধ্যেই পেয়ে গেছে। দিন কয়েক আগে নাকি কোন এলাকায় রেড ক্রিসেন্ট ত্রান দেবার নামে কয়েক হাজার লোককে সারাদিন বসিয়া রেখেছেলো এবং শেষ বেলায় খালি হাতেই বিদায় করেছিলো। তাই দ্বায়িত্ব পড়েছে আমার উপর।

তাদের সাহায্য সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে সঠিক মাধ্যমের সন্ধান দিতে হবে আমার। আমি অবশ্য বন্ধুদের বলেছি কেউ একজন এসে সরাসরি এসে সাহায্য করে যাও। এজন্য সাহায্য করতে রাজি আছি। কিন্তু তাতে করে ওদের অনেক ডলার আসা যাওয়ায় খরচ হয়ে যাবে। তাই ওরা চায় আরও ভালো কোন উপায়।

আপনি কোন উপায় জানেন নাকি ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.