কষ্ট হলেও সত্য বলা বা স্বীকার করার সাহসই সবচেয়ে বড় সততা।
আমাদের ছোট্ট একটা দেশ, বাংলাদেশ।
আমরা না বুঝলেও অন্যরা বুঝে, অতি সম্ভাবনাময় এই দেশ।
এখন আমাদের দরকার ঐক্যবধ্য একটি প্রচেষ্টা।
কে বলেছে অতীত আসবেনা, অবশ্যই অতীত আসবে।
অতীত থেকে ভালো কিছু শিক্ষা নিয়ে ভবিষ্যতে পুনরায় যেন ভূল না হয় সেদিকে খেয়াল রাখার জন্যই অতীতকে মনে করা দরকার।
কিন্তু দেখছি কিছু ব্লগার (আমি ধরে নিচ্ছি সবাই এ প্রজম্মের, এই দেশে জন্ম) যা করছেন, তা আমাদের ইতিহাসের ভূলের পুনরাবৃ্ত্তির ইঙ্গিত বহন করছে। কেন যেন মনে হচ্ছে.. এই দেশে আরো সংঘাত হবে!!
ভাবতে পারেন.. যদি সেরকম বিছু হয়, দেশের কি অবস্থা হবে!!
আমার এটা মনে হবার কারন, আমরা এখনো ভাগাভাগি!! দলাদলি!! গ্রুপিং !! ইত্যাদি নিয়ে ব্যাস্ত আছি। আমরা দলীয় দৃষ্টিকোনের উর্ধে এসে বলতে পারছিনা.. এদেশটা আমাদের সকলের। আমরা সবাই ভাই-ভাই।
আমার ছোট ভাই/বোন ভূল করলে আমরা কি এ জঘণ্য ভাষায় তাদের গালি দিতাম? যা অহরহ আমাদের কয়েকজন ভাই অপরকে করে যাচ্ছেন।
সাথে সাথে আমার খুব আফসোস হয়.. যখন আমরা নিজেদের অজান্তে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যাক্তিত্বদের অসম্মান করি।
আমার কথার সাথে আপনারা কি একমত?
* আমি যদি বলি নি:সন্দেহে এদেশের জম্মের জন্য সবচেয়ে বেশী অবদান যার তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান... যদিও তাঁরও কিছু ভূল ছিলো, কিন্তু তাই বলে তাঁর অবদানকে খাট করে দেখার কোন মানে হয়না।
* জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে আপত্তি কোথায়, গনতান্ত্রিক ব্যাবস্হার উন্নয়নে তাঁর অবদানও কম নয়।
* একই ভাবে এরশাদকে স্বৈরাচারী বলা হলেও তার আমলে চালু করা উপজেলা ব্যাবস্হাকে অনেকেই সাধূবাদ জানিয়েছেন।
* একইভাবে জামায়াতে ইসলামীর গুটিকয়েক লোকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ থাকলেও (যদিও আইন দ্বারা প্রমানিত নয়) জামায়াত শিবিরের যে বিরাট বাহিনী রয়েছে সবাইকে একইদায়ে দন্ডিত করার কোন বাস্তব কারণ আছে বলে মনে করিনা।
সবশেষে বলতে চাই,
এই ব্লগে কিছু লোক ইচ্ছাকৃতভাবে গ্রুপিং করছেন, এবং পরষ্পর কাদা ছোডাছুঁড়ি করে ব্লগের পরিবেশ নষ্ট করছেন। আগে থেকেই তো বিভিন্ন গ্রুপ আছেই। যেমন:
দেশপ্রেমীক গ্রুপ, মৃক্তিযুদ্ধা গ্রুপ, রাজাকার গ্রুপ, আওয়ামীলীগ গ্রুপ, শিবির গ্রুপ, বাংলাদেশী গ্রুপ, বাঙালী গ্রুপ, আস্তিক, নাস্তিক, ডান-বাম-রাম আরো কত কি!!
আবার হালে ব্লগেও নতুনগ্রুপ হচ্ছে.. যেমন: এ-টীম, বি-টীম
কিন্তু এটাই সত্য আমরা সবাই বাংলাদেশী, সুখে-দুথে আমরা একে অপরের, এই ঐতিহ্য আমাদের আছে। সুতরাং দয়া করে এই ভালো উদ্দোগটিকে (সামগয়্যারইন) অকালে গলাটিপে না মেরে গঠনমুলক লেখা-মন্তক্য ও পরামর্শ দিয়ে আরো সুন্দর করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।