আমাদের কথা খুঁজে নিন

   

নতুন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সন্ধান



সম্পূর্ণ নতুন ও অদ্ভুত এক ধরনের স্তন্যপায়ী প্রাণী ধরা পড়েছে একদল বিজ্ঞানীর ক্যামেরায়। প্রাণীটির বাস মরুভূমিতে। বিজ্ঞানীদের ধারণা, এ ধরনের প্রাণী পৃথিবীতে প্রথমবারের মতো দেখা গেছে। গ্লোবাল ওয়ার্মিং ও পরিবেশ দূষণের ফলে যেখানে প্রতিদিন বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী সেখানে এটি একটি সুসংবাদ বটে। জেরবাও নামে নিশাচর এ প্রাণীটি ক্ষুদ্র আকৃতির।

তবে এর কান স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা। মঙ্গোলিয়া ও চায়নার মরুভূমিতে এর সন্ধান পাওয়া গেছে। জুওলজিকাল সোসাইটি অফ লন্ডন বা জেডএসএল-র বিজ্ঞানী জনাথন বাইলি বলেন, ওই প্রাণীটির ভিডিও গোবি মরুভূমি থেকে ধারণ করা হয়েছে। বিলুপ্তির লিস্টে থাকা এ প্রাণীটির ভিডিও ফুটেজ এর সম্পর্কে জানাতে গবেষকদের সাহায্য করবে। তবে এ মুহূর্তে প্রাণীটির উৎস জানা অত্যন্ত কঠিন।

তবে এরা পুরোপুরি মরুভূমির বাসিন্দা, এতে কোনো সন্দেহ নেই। বাইলি এক সাক্ষাৎকারে বলেন, এ প্রাণীটির খোজ পেয়ে আমরা পরম আনন্দে আছি। ক্যাঙ্গারুর সঙ্গে কিছুটা মিল রয়েছে প্রাণীটির। স্নো সুজ বা বরফ জুতার সঙ্গেও কিছুটা মিল রয়েছে। একে দেখে কখনো মনে হয় মরুভূমিতে মিকি মাউস দৌড়াদৌড়ি করছে।

প্রাণীগুলো মূলত বালুর মধ্যে চোরা গর্তে বসবাস করে। আমাদের গবেষকরা খুব কাছ থেকে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এর সংখ্যা নির্ধারণ করার চেষ্টা করছেন। এ প্রাণীটির জন্য আমরা একটি দীর্ঘ পরিকল্পনা হাতে নেবো। তিনি আরো বলেন, একে আমাদের উপেক্ষা করা একদমই ঠিক হবে না। চেষ্টা করতে হবে এটাকে সংরক্ষণ করার।

অনেকেই মরুভূমিকে পতিত একটি এলাকা ভাবে। কিন্তু এটা ঠিক নয়, কারণ এখানে অনেক উল্লেখযোগ্য প্রাণী রয়েছে, যা জীববৈচিত্র্যের অনেক বড় একটি অংশ। সূত্র- যায়যায়দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.