আমাদের কথা খুঁজে নিন

   

র‌্যাংগস ভবনে দূর্ঘটনার পুনঃপৌনিকতা আর ভুল থেকে শিক্ষা।

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

সকালে টিভিতে একজন মানব সন্তানের ঝুলন্ত দুইটি পা দেখাচ্ছিলো - ভয়াবহ দৃশ্য। তাড়াহুড়া করে একটা উচুঁ ভবন ভাংতে গিয়ে প্রাথমিক ধাক্কায় একজন শ্রমিক মারা যায়। সেটা ছিলো সরকারের একটা অংশের হিরোইজমের প্রদর্শনীর ফলাফল। আশা করেছিলোম - সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়তো তাদের ভুল থেকে শিক্ষা নেবেন। কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়ার মতো বুদ্ধিমত্তার প্রদর্শন দেখা যায়নি - অতীতেও হয়নি - ভবিষ্যতে হবে কিনা বলতে পারবো না? নির্মান কাজ একটা উচ্চ ঝুকিপূর্ন কাজ - ডেমোলেশন ক্ষেত্রে ঝুকি আরো বেশী বলাই বাহুল্য।

তার সাথে সংশ্লিষ্ট সবাইকে কিছু সুনির্দিষ্ট সেইফটি নিয়মকানুন অনুসরন করতে হয়। যতটুকু জানি - বাংলাদেশের নির্মান আইনে সন্ধ্যার পর কোন শ্রমিকের উপস্থিতির জন্যে ঠিকাদারকে জরিমানা গুনতে হয়। তারপর আছে - নির্মান কাজের জন্যে নিয়োজিত শ্রমিকদের শাররীক নিরাপত্তার জন্যে অএক নিয়মকানুন আছে। মৃত শ্রমিকের ঝুলন্ত পা দেখে মনে করা কঠিন - ওরা নির্মান কাজে শাররীর কোন নিরাপত্তা গ্রহন করেছিলো। এখন শুরু হয়েছে পরষ্পরের প্রতি দোষারোপ করার প্রতিযোগিতা।

আর কমিটি গঠনের মতো একটা তামাশা হবে। এই সবই হারিয়ে যাবে সময়ের সাথে। কিন্তু যারা হারিয়েছে তাদের স্বজন আর পরিবারের উপার্জনক্ষম সদস্যকে তাদের ক্ষতি পুরন হবে না কখনই। আমরা কি কখনও দেখবো না - বাংলাদেশে দরিদ্র মানুষগুলোকে মানুষ হিসাবে বিবেচনা করা হবে। তাদের জীবনকেও গুরুত্বপূর্ন মনে করা হবে।

নির্মান আইন ও নির্মান শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে সংশ্লিস্ট সবাই ইচ্ছাকৃত উদাসীনতা প্রদর্শনের কারনগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারন হলো - দেশে একটা বিশাল জনগোষ্ঠী দরিদ্র আর দরিদ্র মানুষকে সহজেই জীবনের ঝুকির মুখে ঠেলে দেওয়া যায়। যারা সকালে উঠে খাবার যোগার করার চিন্তায় ঘুম ভাঙ্গে - তাদের "সেইফ কনস্ট্রাকশন কোড" বা ব্যক্তি নিরাপত্তার কথা চিন্তা করার মতো বিলাসিতার সময় কই? যা দুবলার চরের জেলে হিসাবে সমুদ্রে ডুবে যাওয়া দাস শ্রমিক আর ঢাকায় র‌্যাংগস ভবন ভাংগা শ্রমিকদের জন্যে সমান ভাবে সত্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।