আমাদের কথা খুঁজে নিন

   

কঙ্কাল (র‌্যাংগস ভবন ট্রাজেডীতে নিহত সিকিউরিটি গার্ডের স্মৃতিতে)



গায়ে তার সেই ছিল খাকি পোশাকটা, আর সবই ফঁাকি। ঘুম ঘুম-ছিলো তার চোখে? চিরঘুমে গেছে সেই লোকে- যেথা হতে আর নেই ফেরা গায়ে ছিল পোশাকটা ছেঁড়া। কতদিন কেটেছিল কাজে, শত আশা ছিল বুক মাঝে সারাদিন শ্রম শেষে তারি, হাসি মুখে ফিরে যাবে বাড়ি। স্বপ্নেরই জগৎটা হতে কত রঙে নানা ফুল ফোটে। হাসি মুখে কাজ করে তায় গার্ড হয়ে থাকে পাহাড়ায়।

সবাইকে রক্ষার লাগি, দিন রাত খেটে গেল জাগি নিজেরেও রক্ষার কাজ, কেন যেন নেয়নি সে আজ। এত বড় ভবনটি আর রাখতে পারে না নিজ ভার। হঠাৎ যে ভেঙে পরে ছাদ হয়ে যায় সে মরণ ফঁাদ। রাশি রাশি কংক্রীট বোঝা- তার পরে চেপে ধরে সোজা। মুহুর্তে দেহখানি টুটি- এ জীবন হয়ে যায় ছুটি, ঘুম ঘুম চির ঘুম শেষে- সবকিছু কেড়ে নেয় এসে।

কত লোক খুজে ফেরে তারে, ইট রড পাথরের ভীড়ে- আরো নীচে দেহখানি তার, পরে থাকে নিরব নিথর। দিন যায়- কত মাস কাটে, একদিন শ্রমিকেরই হাতে- পাওয়া যায়, দেখা যায় ঐ- কঙ্কাল – আর কিছু নেই- গায়ে সেই পোশাকটা আছে আর সবি পচে গলে গ্যাছে। বুকে তার নামখানি হায় এখনো যে পরিচয় দেয়। যত দেরী, যত কিছু হোক, তবু তারে খুজে পেলো লোক। শেষ হয় – তারও পরে কভু কিছু কথা রয়ে যায় তবু- কাজ তার ছিলো রাতে দিনে, কাজ ছিলো মরণেরও ক্ষণে- কাজে তার জীবনটা লেখো, যদি চাও কিছু তার শেখো।

এ জীবন – তারও শেষ ক্ষণ কাজ যেনো হয় চির পণ- সালামটা তাই তার পাওয়া, কর্মবীরের তরে হোক গান গাওয়া !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।