আমাদের কথা খুঁজে নিন

   

এবার র‌্যাংগস গ্রুপের পত্রিকা

পিনপতন নিস্তধ্বতা

অনেকদিন ধরেই আসছে শুনছিলাম র‌্যাংগস গ্রুপের পত্রিকা সকালের খবর। আজকে বেশ কয়েকটা দৈনিকে তাদের আসার বিজ্ঞাপন দেখলাম,‌'এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আসছি আমরাও'। র‌্যাংগস গ্রুপের পত্রিকা বাজারে আসাটা বেশ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মিডিয়ার কর্পোরেট রাজনীতি আরও জমে উঠলো। গত বছর বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ একাই খুলেছে চারটি সংবাদমাধ্যম যার মধ্যে প্রথম আলো'র জন্য কালের কন্ঠ।

আমাদের সময়ের জন্য বাংলাদেশ প্রতিদিন, ডেইলি স্টারের জন্য ডেইলি সান এবং বিডিনিউজের জন্য বাংলা নিউজ। আবার ডেইলি সান আসার মাত্র কয়েকদিন আগে অবয়ব পাল্টে আভিজাত্য নিয়ে বাজারে আসে বেক্সিমকো গ্রুপের ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট। যার কারনে কালের কন্ঠের জাকালো ভাবটা যেমন চোখে লেগেছে ততটা লাগেনি সানের টা। সামনেই আসছে বেক্সিমকো গ্রুপের ২৪ ঘন্টা সংবাদভিত্তিক টেলিভিশন ইনডিপেনডেন্ট টিভি। বিডি নিউজের কর্মীরা নাকি হুমড়ি খেয়ে পড়ছেন সেখানে যাবার জন্য (এটা অবশ্য শোনা কথা)।

এদিকে নিজেদের বাংলাদেশি উইকিলিকস দাবি করা আমার দেশ নতুন একটি অনলাইন সংবাদ মাধ্যম নিয়ে আসছে bdpress.net উল্লেখ্য আরও বেশ কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যম আসছে বলে শোনা যাচ্ছে। এর মধ্যে বার্তা ২৪ তাদের কাজ বেশ জোরেশোরেই চালিয়ে যাচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিক উদ্বোধন তারা করেনি। আবার এফবিসিসিআই এর বর্তমান সভাপতি চালাচ্ছেন দৈনিক সমকাল। সামনে আসবে তার চ্যানেল ২৪।

আবার প্রেস ক্লাবের সাম্প্রতিক নির্বাচনে হেরে গিয়ে সমকাল সম্পাদকের প্যানেল নির্বাচন বয়কট করে নানা অভিযোগে নতুন কমিটি মানেন না বলেছেন (পত্রিকা মারফত জানা) অধিনায়ক নামক একটি পত্রিকা নিয়ে আসার কথা অন্য আরেকটি ব্যবসায়িক গ্রুপের। তারা অধিনায়ক না এনে 'আমাদের সময়' কিনে নিয়েছেন বলে শোনা যাচ্ছে। সব মিলিয়ে মিডিয়া তে যে হারে কর্পোরেটাইজেশন হচ্ছে তাতে আমরা সঠিক তথ্যটি আদৌ পাবো কিনা তা নিয়ে সন্দেহ লাগছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.