নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে
আলো আধারির অচিন পথে,
ত্যাগ যে চলেছে আমার সাথে।
ত্যাগের স্বর্গসুখে নির্বিকল্প হয়ে,
গৃহসুখের আবেশ কখন যেন যায় হারিয়ে।
গৃহস্তের দরজায় দাড়িয়ে ভোগ বলে,
পাগলমন, যৌবন যে যায় নীলাচলে।
সুজাতা আসে ধীর লয়ে,
বটবৃক্ষে পাখিরা ওঠে গেয়ে,
প্রনাম করে মৃত্তিকাতলে,
পায়েসান্ন রাখে পদতলে।
সিদ্বার্থের মুখমন্ডলে স্বর্গীয়সুখ ।
একদানা অন্নে উদ্ভাসিত মুখ।
মনপাখি হাসে ”কি আর বলি!
সমুদ্রতটে নবোঢ়া বালি,
জীবন তাকে খুঁজে বেড়ায়,
ভোগের বালি ত্যাগেতে হারায়,
ভোগ যদি নাই বা করলি,
ত্যাগ কি করে বুঝলি।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।