আমাদের কথা খুঁজে নিন

   

অকৃতকার্য পৃষ্ঠায় শুন্যের বদলে: সোমেশ্বর অলি

দেখি তামাশা দেখাই

উত্তরপত্রে লিখেছি প্রশ্ন, জানি আমাকে খুঁজতে গ্রামে যাবে না কখনো। অকৃতকার্য পৃষ্ঠায় শুন্যের বদলে, তুমি একটা ঘুড়ির লেজ এঁকে দিও- লাল কালির কলমে... খাতাটা পৌঁছাবে কিনা মঙ্গার আগের দিন? ডাকপিয়নকে বলা আছে বিস্তারিত; যেন আমার নামের বানান লিখোনা ভুলভাল... শুনেছি দুর্ভিক্ষ শুরুর আগেই ঘটে ফল বিপর্যয়- সেই ভালো; পরিক্ষা দেবার নামে ঘর ফাঁকি দিয়ে কালো কালিতে লিখতে বিশ্রী লাগে, বারবার এই শেষ। তোমার অজান্তে এবার খাতায় সবুজ কালিতে এঁকেছি ঘুড়ির ডানা, ঘুড়ি আঁকতে গিয়েই পড়েছি বিপদে- লাল কালি শেষ! তাই অকৃতকার্য পৃষ্ঠায় তুমি শুন্যের বদলে ঘুড়িটার লেজ এঁকে দিও লাল কালির কলমে!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।