ঐ দিন একটি ছবি দেখে একদম ই অস্পষ্ট হয়ে আসা হৃদপিন্ডের ডিপডিপ শব্দ টা আবার কেমন যেন আবার ধীরেধীরে স্পষ্ট হওয়া শুরু করল....একজন মানুষের অপরাজেয় দৃষ্টির সীমারেখা নিরুপনে সূর্যটা ও কেমন যেন ফিকে হয়ে গেছে, সে তার বলিরেখার কূন্চন যেন ঢেকে দিবে প্রকৃতির ধংসলীলা, আর মুঠো ভরা স্বপ্ন যেন মুছে দিবে পরিজন হারানোর বেদনা। ছবি টি একজন সিডারে বিপর্যস্ত এক কৃষকের, যে আবার উঠে দাড়িয়েছে অতীত ভুলে আগামীর পানে। আসুন আমরা ও সবাই তার কাধে কাধ মিলিয়ে তার একমুঠো স্বপ্নের স্বঞ্চালনে এগিয়ে যাই, পেছনে পড়ে থাকুক প্রলম্বিত ছায়া টা তার। মানুষ থাকলে তার ছায়া যেমন থাকবে, প্রকৃতি থাকলে তার উদারতার সাথে ক্রোধ ও থাকবে.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।