আমাদের কথা খুঁজে নিন

   

প্রলম্বিত রক্তপাতের কাল !

পরিবর্তনের জন্য লেখালেখি

অনুচক্রিকা গুলোকে মনে হয় আম্রিকান আমার বন্ধু নয় শত্রু নীতির ঘোর অনুসারী আমি কপদর্কহীন , মায়ার কাবুলিওয়ালা চুল পাকলে করি ধর্মের দিকদারী জান্নাতবাসী ম্যানিপুলেটর স্বপ্ন দেখায় ভোরে আমার ঘরে সবুজ দেখায় রাত ভর বিপ্লব মায়ের শাঁড়ি বেচলেই পাই ডবকা মাজার জোরে ভদকা , জিনে বেশ তব্দা , চিতায় পোড়ে শব কাফকা কি ইউনুস , অমর্ত্য সেন মাথায় হাতের পরে , চোখের তলে নাসরীনের রক্ত পুঁজিবাদে এশিয়া চাটে পশ্চিমের পাছায় গেরুয়াধারী , ব্রহ্মচারী , সবাই তেলের ভক্ত ! [ তোমাকে অঙ্গার কি চেনাতে পেরেছি কেউ , তুমি অনেক আগেই চিনেছিলে বুকের আগুন যারা রক্ত ঢেলে মরুতে দেয় স্বার্থের ফাগুন ওরাই আজকে "নোবেল" , উন্নয়নের ফেউ ] নাসরীন হকের মৃত্যু রহস্য নয়, অর্থনৈতিক ষড়যন্ত্র , পুঁজিবাদের হাতে খুন হয়েছেন তিনি । তবু আমরা মনে রাখবো না , তবু আমরা পুঁজিবাদের পূজা করে যাব । আমিও চাই একটা প্রলম্বিত রক্তের কাল , আমার শোষনের জিহবাও লকলকে জিহবা বের করে বাতাসে খোঁজে প্রিয় মুখের বিপন্ন ধমনী !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.