নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য – হযরত আলী (রা)।
দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ – টমাস ক্যাম্পবেল।
যে ন্যায়ের পক্ষে, সে সত্যের পক্ষে – রাহুল সাংকৃত্যায়ন।
পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় – এডওয়ার্ড ইয়ং।
জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনদিন সম্পদশালী হতে পারে না – সি. এইচ. স্পারজন।
যে সম্পদ কারো চোখে পড়ে না তা-ই মানুষকে সুখী ও ঈর্ষাতীত করে তোলে – বেকন।
বুলেট ব্যতীত বিপ্লব হয় না – চে গুয়েভারা।
বুদ্ধিহীনের সুখ্যাতি ও সম্পদ ভয়ংকর সম্পদ বিশেষ – ডেমোক্রিটাস।
টাকার প্রশ্নে সকলেই এক ধর্মাবলম্বী – ভলতেয়ার।
কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয় – শেখ সাদী।
ভবিষ্যতকে জানার জন্য অতীত জানা উচিত – জন ল্যাংক হন।
মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা – লেডি বার্নার্ড।
যে দৃষ্টির সংগে মনের যোগাযোগ নাই-সে তো দেখা নয়, তাকানো – যাযাবর।
কান্না চোখের একটি মহৎ ভাষা – রবার্ট হেরিক।
উচ্চাশা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয় – ইয়ং।
আইন ভাঙ্গার জন্যই তৈরী হয় – জন উইলসন।
আমি তিনটি খবরের কাগজকে এক লক্ষ বেয়নেট অপেক্ষা বেশী ভয় করি – নেপোলিয়ান।
একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে – জর্জ ম্যারাডিথ।
শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি – এরিস্টটল।
নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময় – টমাস মুর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।