ক্যাচাল খুব ভালো লাগে
কিছু একটা লিখন দরকার, কিন্তু কি নিয়ে লিখমু বুঝতাসিনা। একবার মনে হইলো ইমন জুবায়ের এর শোকবানীটা হোমপেইজ থিকা সরাইতে কই...আর কতিো দিন? উনার অবস্হা ডা হইসে আমাদের প্রয়াত জিল্লুর রহমানের মতো। সেই কবে মরসে, কিন্তু বনানী গোরোস্হানের উনার শোকা শোকান্নিত হওয়া ব্যানারগুলা খুলতে পাবলিক ভুইলা গেসে। হের পরে আইলো প্রসিডেন্ট হামিদ সাহেব। আমি বাজি লাইগা বলতে পারি দেশের ৫০ শতাংশ মানুষ বর্তমানে দেশের প্রসিডেন্টের নাম কি কইতে পারবো না।
বেচারা এখন বংগভবনে হইসা বইসা আপেল বেদানা খায়, দেশের লেইগা যে হের কিছু করনের আছে, ঐডাও মনে হয় হে ভুইলা গেসে। আমিও লিখতে লিখতে ঠিক কোন পয়েন্টে ফোকাস করমু মনে করসিলাম, ভুইলা গেসি। আগে সামুতে হিড খাওনের জন্য শেখ মুজিবের নামে ২/৪টা উল্টা পাল্টা কথা লিখলেই হইতো....কিন্তু পাবলিক এখন সচ্চার হইসে। আর মডুরাও কম যায় না। উল্টাপাল্টা কিছু দেখলে ব্যান মারতে ভুলে না।
তয় নতুন কইরা কেউ যদি রেজিস্ট্রেশন করে তাইলে সাত দিনের পর তারে প্রথম পাতায় এক্সেস দেওনের নাম কইরা বেমালুম ভুইলা যায়।
এমন মন ভুলা আমাগোর মিডিয়া ওয়ালারাও, সাগর-রুনীর হত্যা মামলার বিষয়ডা সেই কবে ভুইলা গেসে.....আর বিডিএর বিদ্রোহ বা ১০ট্রাক অস্ত্রমাললার কথা মনেই নাই।
লিখতে লিখতে আর একটা জিনিষ মনে হইলো, তাই আগে লেইখা লই, নাইলে পরে লিখতে ভুইলা যামু, সেইডা হইলো কাদের মোল্লার ফাঁশি। ৬০ দিনের মধ্যে মামলার নিসপত্তি হইবো বইলে মহামান্য জাজরা বিষয়ডা ভুইলা গেসে। আমগোর রাজনৈতিক নেতারা মানুষেরে ভালোবাসনের কথা ভুইলা গেসে।
হাসিনা-খালেদা সেই কবে শেষ সত্য কথা কইসিলো সেইডা ভঐলা গেসে। দুই বছর আগে আমরা লোডশেডিংএর তাবে শিক কাবাব হইতাম....২০১৩ তে আইসা আমরা সেইটা ভুইলা গেসি। জয়ের সাথে ক্টিস্টিনার নাকি ছাড়া ছাড়ি হইয়া গেসে....মিডিয়া আর ফেইসবুকে ঐডা নিয়ে কতো লাফালাফি হইলো...এখন সবাই বিষয়ডা ভুইলা গেসে। বিষয়ডা মনেহয় জয় নিজেও ভুইলা গেসে, সেই কারনে কয়েক দিন আগে জয় রে এক প্রি নির্বাচনি সভায় ক্রিস্টিনার হাত ধইরা প্রচারনা চালাইতে দেখলাম। ক্রিস্টিনাও নিজের ধর্ম ভুইলা গেসে...ওরে মুসলমান দের মতো হাত তুইলা দোয়া করতে দেখলাম।
ষেই কবে শাহাবাগে বিরানী খাইসিলাম......স্বাদ ভুইলা গেসি। হাসিনাও হের নির্বাচনী ওয়াদা....."রাজাকারগোর ফাঁশি দিবো"...হেইডা ভুইলা গেসে।
আমরাও কম যাইনা, ফেলানির মৃত্যুশোক ভুইলা হিন্দী সিরিয়াল দেখতে দেখতে ভাত যাউ বানায় ফালাই....তাও প্রিয়াংকা চোপড়ার দুধের সাইজ দেখতে ভুলি না.....
♫"ভুল.....সবই ভুল
এই জীবনের পাতায় পাতায়
যা লিখা সব ভুল...."♫......লিরিকসের বাকি অংশ ভুইলা গেসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।