টাকার রোজগার না করতে হলে জীবনটা বেশ আশ্বিনের মিষ্টি রোদের সকালেরই মতো ধানী লাল ঘাসের মাঠে শিশির মাড়িয়ে আলতো সুখের পা ফেলে ফেলে হেঁটে বেড়িয়ে কাটিয়ে দিতাম....নদী থেকে নদীতে....মাঠ থেকে মাঠে....সকাল থেকে সন্ধ্যে :] ১. দুইজন একই সাথে একই সময়ে রাগ করে থাকা যাবে না।
২. বাসায় একমাত্র সত্যিকারের আগুন লেগে গেলেই শুধুমাত্র
একই সাথে দুজনই চিল্লাচিল্লি করুন। অন্যথায় নয়।
৩. যদি আপনাদের দুজনের মধ্যে একজনকে ঝগড়ায় জিততে হয়
তবে চেষ্টা করুন সেটি যেন আপনার জীবন সঙ্গী/সঙ্গিনী হয়।
৪. তিরস্কার যদি করতেই হয়, তবে এমনভাবে করুন
যাতে ভালোবাসা থাকে।
৫. পিছনের ভুলগুলো টেনে আনা উচিত নয়।
৬. নিজেদের দুইজনকে পৃথিবীর বাকি সবকিছু থেকে অগ্রাধিকার
দিন।
৭. একটি ঝামেলা খুব বেড়ে গেলে সেটি সমাধান না করা পর্যন্ত
ঘুমাতে যাবেন না। সমস্যা সমাধান করেই তবে ঘুমাতে যান।
৮. প্রতিদিন অন্তত একবার হলেও আপনার জীবন সঙ্গী/
সঙ্গিনীকে তার সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলুন।
৯. আপনার দ্বারা কোনো ভুল হয়ে গেলে তা স্বীকার করার
ক্ষমতা রাখুন, এবং এর জন্য বিনীতভাবে ক্ষমা চান।
১০. মনে রাখবেন, ঝগড়া করার জন্য সবসময় দুজন মানুষের
প্রয়োজন হয় এবং যার ভুল বেশি, সেই সবসময়
বেশি কথা বলার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণের
চেষ্টা করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।