আমাদের কথা খুঁজে নিন

   

সন্জীব চৌধুরী : শিকড় সন্ধানী শিল্পীর প্রতিকৃতি



প্রথম দেখা তাঁর সাথে 'আজকের কাগজ 'অফিসে। নিয়মিত লিখতেন 'খবরের কাগজে'। আমি ও ছিলাম কাগজের লেখক। ১৯৯৩ সালে "আজকের কাগজ" বিজয় দিবস উপলক্ষে নিয়মিত আলোচনার আয়োজন করে। একটি অনুষ্টানে অতিথি ছিলাম আমি, কবরী সারোয়ার ও কবি মোহন রায়হান।

সেদিন ও তুমুল আড্ডা হয়। শিল্প নিয়ে নানা কথা। তিনি বলে ছিলেন,মরমী গান গুলোকে নতুন করে মানুষের কাছে তুলে ধরতে চাই। কারণ , আমাদের লোকজ ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। ' গাড়ি চলে না.....' গানটি তিনি গাওয়ার পর ঝড় তুলেছিলেন।

এমন অনেক গান নগর মানসে তুলে আনার তাঁর প্রবল ইচ্ছে ছিল। এই তো সেদিন ও একটি টিভি শো তে তাঁকে আর বাপ্পা মজুমদার কে দেখলাম একসাথে । হঠাৎ চলে গেলেন এমন একজন শিকড় সন্ধানী শিল্পী। সাংবাদিক হিসেবে ও তাঁর চেতনা এদেশে চির সমুজ্জল থাকবে। পাঠকের সাথে দৈনিকের সরাসরি সম্পর্ক গড়ে তুলতে তিনিই প্রথম 'ভোরের কাগজ পাঠক ফোরাম ' গঠনে উদ্যোগী হন।

যা পরে প্রায় সব দৈনিক ই অনুসরণ করে। এ চিরবিদায় বড় মর্মান্তিক। বড় বেদনার। মাত্র ৪৩ বছর বড় কম সময় । তাঁর মহান আত্মা চিরশান্তি লাভ করুক।

আপনার স্বপ্নবাজী আমাদেরকে আলো দেখাবে , প্রিয় শিল্পী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.