আ মা র আ মি
আর যাই বলি না কেন, একটা বিষয়ে আমি নিশ্চিত বর্তমান সরকার আগের যে কোন সরকারের চেয়ে অনেক বেশী স্মার্ট। বিগত সরকারের কাওকে কখনও গতকালের মতন এমন সাংবাদিক সম্মেলন করতে দেখা যায়নি। সর্বোচ্চ আমরা দেখি জাতির কোন বিশেষ লগ্নে তারা ভাষণ দেন, কিন্তু সংবাদ সম্মেলন দেখেই আমি অবাক হইছিলাম। দেশের অবস্থা আমার কাছে এখনও ভয়ংকর মনেহয়। দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থনৈতিক স্থবিরতা, রাজনীতিতে পছন্দের মানুষদের পৃষ্টপোষকতা, যুদ্ধাপরাধীদের বিচারসহ নানা বিষয় নিয়ে আমার মনে হয়েছে সরকার হিমসিম অবস্থায় আছে।
তার উপরে সামনে এত্তগুলা সাংবাদিক। আমি ভেবেছিলাম আজ সামনে পেয়ে নিশ্চয়ই বেশ কিছু বিষয়ে সরকারের কাছ থেকে নির্দিষ্ট উত্তর পাওয়া যাবে।
কিন্তু কিয়ের কি। সাংবাদিকরা প্রশ্ন করে আর ফকরুদ্দিন সহেব সেই প্রশ্নের উত্তরে তার সাফল্যের কথা বললেন। আর বাকি প্রশ্নগুলো, আমরা দেখছি, চেষ্টা করছি বা পরিকল্পনা নেয়া হবে বা হয়েছে টাইপ কথা বলে এড়িয়ে গেলেন।
মাঝখান দিয়া কি হইলো, সবাই জানলো এ সরকার অনেক গনতান্ত্রিক, কাজের স্বচ্ছতা অনেক বেশী। দেশের সংবাদপত্রের স্বাধীনতা আছে পূর্ণ।
আর এছাড়া তো যাদের পৃষ্টপোষকতা করতে চান, তাদের তো চমৎকার বুদ্ধি দিয়াই যাচ্ছেন। আমরা তাদের সফলতাও দেখতে পাচ্ছি নিয়মিত। আমি বুদ্ধির তারিফ করি এই সরকারের।
আর সবাইরে বলি, ধার কইরা নিডো খাইয়া হইলেও আর এট্টু স্মার্ট হন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।