আমাদের কথা খুঁজে নিন

   

মুসলিম পরিবারে জন্মালেই কি মুসলমান হয়ে যায়?



ইসলামের চমতকার পরিচয় তা আমাদের সমাজের কম লোকেরই জানা আছে। যারা নিজেদেরকে মুসলমান মনে করে তাদের সবারই ইসলামের এ সুন্দর পরিচয় জানা খুবই জরুরী। ইসলামকে এভাবে না জানলে কেমন করে খাটি মুসলমান হওয়া যাবে? আর খাটি মুসলমান না হতে পারলে দুনিয়ায় শান্তি ও আখিরাতে দোজখ থেকে নাজাত পাওয়ার কোন উপায় থাকবে না। লোকেরা মনে করে যে, মুসলিম পরিবারে জন্মগ্রহন করলেই মুসলিম হয়ে যায়। এ ধারনা একেবারেই ভুল।

মুসলমানের সন্তান ও কাফির হতে পারে। আবার কাফিরের সন্তান ও খাটি মুসলমান হতে পারে। অতীত কালে কাফিরের সন্তান ও নবী হয়েছেন। হযরত ইবরাহীম আ: এর পিতা আযর কাফির ছিলেন। আবার নুহ আ: এর এক ছেলে ও কাফির ছিল।

জন্মগতভাবে কেউ মুমিন বা কাফির হয় না। মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত হল ঈমান। ঈমান আনা ও না আনার ব্যাপারে আল্লাহ তায়ালা মানূসতে স্বাধীনতা দিয়েছেন। ইমান বা বিশ্বাস মনের ব্যাপার। মনের উপর জোর খাটেনা।

তাি ঈমান আনার জন্য জোরকরতে আল্লাহ নিষেধ করেছেন। যখন মানুষের জ্ঞান বুদ্ধি কাজে লাগানের বয়স হয় তখন নিজের ইচ্ছায় কাফিরে সন্তান ও ঈমানদার হয়ে যেতে পারে। আবার মুমন সন্তানও কাফির হয়ে যেতে পারে। মুসলিম হওয়ার জন্য কতক জরুরী গুনের প্রয়োজন। সর্বপ্রথম তাকে তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসী হতে হবে।

কাফিরের কোন সন্তান যদি ঈমান, ইলম ও আমলের গুনের কারনে মুসলিম হয়, তাহলে কোন মুসলিম সন্তানের মধ্যে এসব গুন না থাকলে তাকে কি কারনে আল্লাহ মুসলিম হিসেবে গন্য করবেন? একজন ডা: এর সন্তান যদি ডাক্তারী বিদ্যা না শেখে , তাহলে তাকে কি কেউ ডা: বলে শিকার করবে? কোন শিক্ষকের মূর্খ সন্তান যদি নিজেকে শিক্ষক বলে দাবী করে তবে কি সে শিক্ষক বলা যায়?অতএব মুসলিম পরিবারে জন্মালেই কি সে মুসলমান? আগামী কিস্তিতে '' মুসলিম পরিবারে জন্মগ্রহন করাও এক নেয়ামত'' আলোকপাত করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.