ঈশ্বরের সাথে বোঝা-পড়ার দিন গুনছি।
নতুন চাকরি, আহা!
নতুন জীবন!
পায়ের নিচে সমতল মাটি! পাশে তির তির করা ঝরনার লেক!আরেক পাশে সবুজ গাছ! কি মিস্টি তার ছায়া! ফুর ফুরে হাওয়া গায়ে অবিরাম। আমি মহারাজা এখন।
চট করে কিনে ফেলি এখন কুপিদানি কিংবা বর একটা ধুপ দানি।
গত সপ্তাহে ছোট খালার জন্য ধুম করে কিনে ফেললাম একটা নকশী কাঁথা।
খালার খুশীর জোয়ারে আমি করেক সপ্তাহ বিনা খরচেও চলতে পারবো।
ছোটো বেলা থেকেই নিজের টাকা নিজের কাছে রাখতাম। অন্য ভাই-বোনেরা যেমন আব্বা -আম্মার কাছে রাখতো। কিন্তু এখন নিজের টাকার কেমন যেনো খুব কাছের কেউ
এসো জীবন, যাপন করি তোমাকে খানিক ক্ষন।
আমি এখন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী।
নিজের খরচ নিজে চালাই। কারো কিছু লাগবে নাকি? বলে ফেলো বন্ধুরা। ৫ সেকেন্ড সময়। এক, দুই, তিন.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।