sawhir@yahoo.com
বেশ কয়েক দিন আগের কথা। আমি নতুন মোবাইল কিনেছি। সনি এরকিসন টি-১০ মডেলের। তাতে ভিজিএ কেমেরা আছে। ত আমার এক বন্ধুকে ওই সেটটি দেখালাম।
সেও খুব আনন্দের সহিত মোবাইলের বিভিন্ন অপশন গুলো ঘেটে ঘেটে দেখলো। এমপি থ্রি আছে কি না? (তখন মোবাইলে এমপিথ্রি একদম নতুন), ভিডিও করা যায় কিনা, ছবি তোলা যায় কিনা? ইত্যাদি ইত্যাদি।
ওকে আমিও একটু আনন্দের সহিত অপনগুলো দেখালাম কারণ নিজের একটা প্রেসটিজ আছে না। সব দেখার পর যখন ওর কাছ থেকে বিদায় নিলাম। তখন সে আমাকে ডেকে বলল বাবু শোন শোন মোবাইলটা আরেকটু দেখি ত- "মনে হইতাছে কালার ডিসপ্লে"।
তখন আমি আর আমার সংঙ্গের অন্য বন্ধুরা হাসি আর পেটের ভিতর চাপা রাখতে পারলাম না। হাসতে হাসতে গড়া গড়ি দিতে লাগলাম। (তয় সে একটু নসু টাইপের ছেলে কিন্তু কম্পিউটার সাইন্সে পড়ে, তাই বেশী হাসি আসছিল) তার পর থেকে আমরা ওর নাম দেই লালু। এখনও লালু নামেই পরিচিত।
সংযুক্তি : লালুর ছবি।
(যদি জানতে পারি আমি এই কথাডা ব্লগ করেছি তাইলে আমার খবরই আছে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।