আমাদের কথা খুঁজে নিন

   

কালার ব্লাইন্ড

আমিও সুরের মত মিলিয়ে যাবো। ততদিন পর্যন্ত পাওয়া যাবে paintlove@gmail.com এ... -শুনেন লাল কালিটা করবেন ডেবিট আর কালো তা করবেন ক্রেডিট। -ভাই আমারে লাল- কালা কইলে তো বুজতাম না। আমি তো এগুলা বুঝি না। -কি বলেন।

হা হা হা... খুব এক চোট হাসার পর জানা গেল আমার এই কলিগ টি কালার ব্লাইনড। -ভাই সত্যি আমি কালার ব্লাইনড। এই পর্যায়ে আমি কিছুটা বিব্রত বোধ করলাম... এভাবে হাসা টা হয় তো ঠিক হয়নি। এই লোকটির চাইতে আমি অনেক ভালো আছি। কি মূল্য মানুষের জীবনের যদি সে লাল রঙ না দেখতে পায়? একটা মানুষ জীবনে লাল রঙ কি জানতে পারে নাই।

তার চোখে লাল টা আসলে কেমন দেখায়? খুব জানতে ইচ্ছে হল। আবারও এই প্রসঙ্গে কথা বলে তাকে বিব্রত করতে চাইলাম না... লোক টা জীবনে জানবে না একটা লাল টকটকে রক্তজবার রঙ টা আসলে কত সুন্দর। সে তো নিজের রক্তের আসল রঙ কি সেটাই জানে না। এই ধরনের সমস্যা যাদের আছে তারা লাল এবং সবুজ এই দুই রঙ এর পার্থক্য বুঝে না সাধারণত। আচ্ছা যেই দেশের পতাকা লাল সবুজে মাখামাখি সেই পতাকার রঙ কি সে জানে? জানে যে কত সুন্দর এই পতাকা টা? একটা দেশ... শুধু সবুজ আর সবুজ... আচ্ছা শীতের সকালে সবুজ ঘাস কেমন লাগে সে জানে? এমনি হাজার চিন্তা থেকে ঘুরে আবার অফিসে চলে আসা... আরে... এই লোকরে যদি বলি লাল ফাইল টা না... সবুজ টা নিয়ে আসেন... কি করবে? বিশাল সমস্যা... দেশ মাতৃকা, আমার সবুজ পতাকা... সব আবার পেছনে হারিয়ে যায় হাজারো ব্যাস্ততায়... এমন অনেক লোক আছে যারা নিজের দেশের এতো সুন্দর পতাকার রঙ টা পর্যন্ত ভালোভাবে বুঝতে পারে না... তবুও তো তারা দেশের জন্য কাজ করে যাচ্ছে।

তার চাইতে আমি এবং আমরা যারা রঙ বুঝি তারা কি খুব একটা বেশি কিছু করছি? নিজের দেশটাকে আমরা ঠিক কতটুকু ভালোবাসি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.