আমাদের কথা খুঁজে নিন

   

ব্রেইন ওয়াশ থেকে ব্রেইন ড্রেইন

আমরা অনেকেই আছি যারা নামায পরিনা বা পড়তে আলসেমি লাগে । কিন্তু মুসলমান বলে নিজেদের দাবি করতে আমরা মনেপ্রাণে গর্ববোধ করি । কিন্তু যারা নিজেদেরকে উচ্চমর্গের সুপার আজিজ ভাবেন কিংবা যারা পীর নামক মুখোশধারি ইহুদি এজেন্ট তাদের মতন নিকৃষ্ট নরকীট আমরা নই । আমরা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তও করিনা কিংবা ইসলাম দিয়ে ইসলামকে উপড়ে ফেলবার নীল নকশা করিনা বা করাকে সমর্থনও করিনা । অতি সাধারণ মানুষ আমরা ।

হতে পারি মূর্খ কিন্তু ক্ষতিকারক মহাজ্ঞানী নই । কাঁটা দিয়ে কি করে কাঁটা তুলতে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরন দেবার জন্য আজকের এই লিখতে বসা । মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা । এটা কি মুসলমানদের ইনভেনশন ? উত্তর - " না " ভারতবর্ষে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিলো খোদ ব্রিটিশ সরকারের হাত দিয়েই । বুঝানো হল আমাদের এটা সম্পূর্ণ ইসলামি শিক্ষা ব্যবস্থা ।

আমরাও বুঝলাম । মেনেও নিলাম নির্বোধের মতো । সুকৌশলে বিজ্ঞান পাঠকে সরিয়ে ইসলাম পাঠে জোর দেয়া হল । আমরাও খুশি শুধু ইসলাম নিয়ে । আর নিজেদেরকে পঙ্গু বানাবার ষড়যন্ত্রের শিকারও হলাম সুন্দর করে ।

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার এই ইতিহাস আজ কোন হুজুরকে শুনালে আমাকেই পিটিয়ে মেরে ফেলবে । ব্রেইন ওয়াশ সার্বিকভাবে সফল আমাদের ওপর ! ! ( মাদ্রাসার কোন ভালো ছাত্রকে আপনি নিজে একবার ডেকে বিজ্ঞান / ইরেজি জ্ঞানের পরখ করেন ) এই ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত ভাইদের রাস্তায় নামতে আজ অবধি দেখলামনা একটা ভুয়াপীর বা ইহুদি এজেন্টদের বিরুদ্ধে একটা পোস্টার নিয়ে প্রতিবাদ করতে । অথচ এদের রাজনৈতিক সংঘাত দেখেতো মনে হয়না এরা অস্ত্র চালাতে কম পারদর্শী ? প্রমান করে ছাড়েন তারা জঙ্গি , তারা বিধ্বংসী ! বিম্পি আর আম্লিগ পিটাইলেই আল্লাহ খুশি হয়না বলদের দল ! সাবাস ইহুদি ! তোমাদের বুদ্ধির প্রশংসা না করে পারছিনা ! ভালোই ব্রেইন ওয়াশ করেছো । অস্ত্রোপচার সফল তোমাদের । ইসলামের শত শাখা-প্রশাখা নিয়ে নানা মতালম্বির আগমন আজকে তোমাদের আরেক সফলতার সাক্ষ্য ।

শেষ একটা উদাহরণ দিবো । সম্পূর্ণ দেশীয় । আমাদের নিজদের কোন ধারণা আছে আমরা মুসলমান বাঙ্গালিরা কি পরিমাণ মেধাবি ? নাম বলতে পারবেন কয়েকজনের ? ০১. আকাশচুম্বী অট্টালিকা আজ ছুঁইছুঁই করছে । কে এই আইনস্টাইন অব স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ? ০২. দ্রুতগতির ইন্টারনেটের জন্য আজ পৃথিবীব্যাপী জয়জয়কার । কে এই ফাইবার অপটিক্স এর মহান গবেষক ? ০৩. ইউ টিউব, ইউ টিউব, ইউ টিউব ! কে এই জাওয়াদ করিম ? ০৪. নোবেল বিজয়ী ডঃ ইঊনুস ০৫. একাডেমী মোশন পিকচার অ্যাওয়ার্ডধারী নাফিস বিন জাফর এবং প্রমুখ ব্রেইন ওয়াশ থেকে ব্রেইন ড্রেইন আর কিছু বিস্তারিত বলবার প্রয়োজন আছে ? এই মুসলমানদের পঙ্গু বানিয়ে রাখবার নীল নকশা আজকের না ।

অনেক অনেক পুরনো । যার ফলশ্রুতিতে আজ আমরা এক অলস জাতিতে পরিনত হয়েছি । ব্যাকবেঞ্চার হয়ে আছি । পরিশেষে অলস মস্তিষ্কে শয়তানের ফ্যাক্টরি বানিয়েছি আর ওই ফ্যাক্টরি আমরা বেশ সফলতার সাথেই চালাচ্ছি । শালার এই ফ্যাক্টরিতে আগুন ও লাগেনা ! ! ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.