আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!
একজন ইন্ডিয়ান ব্যাবসায়ির একটা জটিল রোগে
তার ব্রেইন প্রায় ড্যামেজ হওয়ার পথে
তার দেশে এর সুচিকিৎসা না হওয়াতে সে আমেরিকা গেলেন চিকিৎসা করাতে , ডাক্তার তাকে তার ব্রেইন চেন্জ করার পরামর্শ দিলেন,
রোগি জানতে চাইলেন এতে কত টাকা খরচা হতে পারে ।
ডাক্তার জানালেন- আপনি যদি আমেরিকান ব্রেইন নিতে চান , তবে দিতে হবে পন্চাশ হাজার টাকা, আর যদি জাপানি ব্রেইন নিতে চান তবে দিতে হবে
এক লাখ টাকা আর যদি বলেন আপনি বাঙ্গালী ব্রেইন নিবেন তাহলে দাম পরবে পাঁচ লাখ টাকা ।
রোগি তাজ্জব হয়ে জানতে চাইলেন- বাঙ্গালীদের ব্রেইন এত বেশি দাম কেন ?
ডাক্তার বললেন- বুঝলেন না, জাপানি এবং আমেরিকান ব্রেইন তো ইউজ হয়ে গেছে, আর বাঙ্গালী ব্রেইন একদম ইউজ হয় নাই, ওরা ব্রেনকে একদমই কাজে লাগায় না, ঈশ্বর ওদের ব্রেইনে যা দিয়েছেন তা সবই জমা রয়ে গেছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।