আমাদের কথা খুঁজে নিন

   

লেজকাটা শিয়াল আর এইডস উপাখ্যান



কথা হইলো কি? এক দেশে ছিলো এক খারাপ লোক। তার কাজ কাম ইতরপনা কেউ সহ্য করতে পারতো না। অথচ সে নিকিতা পুষ্পিতা ছাড়া আবার থাকেত পারতো না। বাঁচার কি উপায়? আরেক পন্ডিত বুদ্ধ দিল কানে কানে... ব্যাস .. কেল্লা ফতে! পরদিন থেকে সব সমালোচকরা তার বাসায় মেহমান। আর একবার যে মজা পায়, সে কি আর কারেও কিছু কয়?.... সে লোল মহাজনও আরামে দিন কাটাইতে লাগল। তো কান পড়াটা কি ছিল? এইরকমই আরকি.... ভাই সমালোচনার আগে একবার বড়াইয়া যান, কিছু কওয়ার আগে জাইনা নেওয়া ভাল..... সংক্ষেপে: ঐ টাইপ (বাঁচতে হলে জানতে হবে) বি.দ্র: বাংলাদেশে এইডস পরিসংখ্যান=০.০০১% অথচ দারিদ্রতা.....৮০%... তার জন্য কোন জানািনর দরকার নাই... দরকার হইল...যে জানেনা সেও জাইনা এইডসের কাম করুক..(কিন্তুক খবরদার নিরাপদ হওয়া চাই) এইযা কয়না.... খামুশ!...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।