সদা নিরুপায় তবুও অকুতোভয় বহুত আগে কার যেন একটা স্ট্যাটাসে পড়েছিলাম, তোমার নিজের দুর্নাম, তোমার করার দরকার নেই। এর জন্য তোমার কাছের মানুষরাই রয়েছে।
কথাটিকে খুব ভারি মনে হয়েছিল সেদিন। এখনও মনে হয়।
ঠিক এরকম একটা কথাই এখন বলি,
একটা মেয়েকে নির্যাতন বা ধর্ষণ করার ক্ষেত্রে আরেকটি মেয়ের প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধনই যথেষ্ট।
যার আরও একটি প্রমাণ, জলজ্যান্ত প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
জাহানারা হলের আইটি অনুষদের সিনিয়র তথা 'সাপ্লাইয়ার' আপুরা, নিজ ডিপার্টমেন্টের সদ্য জুনিয়র মেয়েদের 'বড়ভাই'দের আখড়ায় পাঠানোর জন্য দায়িত্ব নিয়েছে !!
বাহ কি চমৎকার দেখা গেল !! আর এ মাঠেই তো ক্যাডার রোকন সেঞ্চুরি করেছিল। কে জানে হয়তো এই বড় আপুরাই সেখাওন স্পন্সর ছিল!! হলেও অবাক হবো না।
আর এই মেয়ে জাতির মুখেই যখন ধর্ষণের প্রতিবাদ শোনা যায়, তখন মুচকি হাসিই পায়!!
মাছের মায়ের আবার পুত্রশোক!
কষ্ট থেকে কথাগুলো লিখলাম। কাদের জন্য আমরা আন্দোলন করছি?
আপুরা, প্লিজ আগে আপনারা আপনাদের ঠিক করেন।
তারপর পুরুষদের।
ওই দালাল 'আপুদের' তো মারতেও মারবো না। মারলে তো আবার নারী নির্যাতন মামলা খেতে হবে। আপনারাই আবার আমাদের বিরুদ্ধে আন্দোলন করবেন!!
আগে ঘর সামলান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।