আমাদের কথা খুঁজে নিন

   

সত্যের মরণ নেই! রাগ ইমনের ভাষ্যে চতুরভুজ পুরুষ (ব্যাক্তি আক্রমন নয়)

চেয়ার ধরে মারো টান, তিনি হবেন খান খান...

পাঠক সিদ্ধান্ত নিক চতুরভুজের ব্যাপারে, এই গ্যাঞ্জাম বহুদিনের এবং নিস্পত্তি হওয়া জরুরী। ************************* রাগ ইমন বলেছেন : ২০০৭-১১-১০ ২৩:১৬:৪৫ আরণ্যক যাযাবর , আপনি যদি প্রমান করতে পারেন যে রাগ ইমন হইলো চারহাতি , তাইলে রাগ ইমন ব্লগিং ছেড়ে দিবে । হ্যাডম থাকে তো প্রমান করেন। আপনারে অনেক শ্রদ্ধা করতাম । বিশেষ করে ত্রিভুজ প্রসঙ্গে ত্রিভুজ, শাওন, তেলাপোকা ইত্যাদি নিকের নোংরামির বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নেওয়ার জন্য ।

আজকে মাস্টার মাইন্ডের পাল্লায় পড়ে আপনাদের ঘোল খাওয়া দেখে করুনা হয় । এখনো বের করতে পারেন নাই চতুর্ভুজ কে ? এই ছেলেটি আগে সূচিত্রা নামে লিখতো । রাগ ইমনকে বাস্তব জীবনে এবং সামহোয়ারিন ব্লগে "ডিফেইম" করার প্রজেক্ট তার বহুদিনের । সূচিত্রা নিকে কাজটা করতে গিয়ে চরম ভাবে ধরা খেলে "চতুর্ভুজের" জন্ম হয় । সূচিত্রার মত ভুল চতুর্ভুজ করবে না ।

আর আপনারাও ঘোল খেতে থাকবেন । অন্যের স্কলারশীপের টাকা কিংবা বেতনের টাকা দিয়ে যে লোক মদের বিল মেটাতে দ্বিধা করে না - আর টাকা শোধ করার পরের দিন যে টাকা ধার দিয়ে হোটেলে তার সম্মান বাঁচিয়েছে তাকে নিয়ে পর্ণো লিখে পোস্ট করে --- সে যে আপনাকে নিজের কাজে ব্যবহার করবে না , ভাবলেন কি করে? যাই হোক ,আপনাদের যা ইচ্ছা করেন । আমি এই সবের ভিতর নাই । আপনারা আপনাদের মত ব্লগে থাকেন। আমি আমার মত থাকি ।

আল্লাহ আপনারে সুবুদ্ধি দিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।