সাদা ময়লা রঙ্গীলা পালে
আজকে সকালে উঠেই মনটা ভাল হয়ে গেল উইকিপিডিয়ার প্রধান পাতায় “ডিড ইউ নো” বিভাগে কাজী সালাউদ্দিনের
উপর আমার শুরু করা নিবন্ধটি দেখে । এতটাই আনন্দিত হলাম যে, আক্ষরিক অর্থেই লাফালাফি শুরু করে দিলাম আগে বুঝলে কি আর করি)। বেশি আনন্দিত হবার কারণ হচ্ছে যে, নিবন্ধটি শুরু হয়েছিল ২৮ অক্টোবর, সে হিসাবে ৮ দিন পরে প্রথম পাতার আপনি জানেন কি বিভাগে মনোনীত হওয়া বিস্ময়করই বটে । আনন্দের মাত্রাটা তাই বেশি ছিল। তবে খটকা লাগল অনেকক্ষণ পরেও এ সংক্রান্ত বার্তা আমার আলাপ পাতায় আসতে না দেখে।
আবার প্রধান পাতায় ফেরত গিয়ে দেখি, নিবন্ধটি আর সেখানে নেই।
নিবন্ধটি সরিয়ে ফেলার একমাত্র কারণ হল, নিবন্ধটি লেখা হয়েছে কাজী সালাউদ্দিনের নিজের লেখা একটি নিবন্ধের উপর ভিত্তি করে। তার ওই নিবন্ধটি, “যখন চ্যাম্পিয়ন ছিলাম” প্রকাশিত হয় প্রথম আলোর অক্টোবরের ঈদ সংখ্যায়। প্রথম আলো নিঃসন্দেহে নির্ভরযোগ্য ও এতে আসা তথ্যসমূহ যাচাইকৃত এ যুক্তিতে প্রাথমিক বাঁধা অতিক্রম করি, তবে গোল বাঁধে কেবল এক জায়গায় এসে। এক স্থানে সালাউদ্দিন লিখেছেন, তিনি টানা তিন বছর পূর্ব পাকিস্তানের সেরা এ্যাথলেট ছিলেন, কেবল এই লাইনটি উল্লেখ করায়, নিজের নিবন্ধে নিজেকে অতিরঞ্জিত করার জন্য (যা প্রমাণ করা যায়নি) নিবন্ধটি ডিওয়াইকে তালিকা থেকে সরিয়ে ফেলা হয়।
(আম্মাআআ) ব্যাপারটা দ্বিগুণ পরিমাণ দুঃখ দিল এ জন্য যে, আমি যথেষ্ট সাবধানে সালাউদ্দিনের নিবন্ধটি থেকে তথ্যযোগ করেছি, তবে দুর্ভাগ্যবশত, আমার কাছে ঐটি ছাড়া অন্য কোন সূত্র না থাকায় নিবন্ধটি তালিকাভূক্ত হয়েও বের হয়ে গেছে। দ্বিগুণ আনন্দে অবশেষে চারগুণ হতাশায় রূপ নিল। আমাকে বিকল্প তথ্যসূত্র যোগের একটা সূত্র দেয়া হয়েছিল, তবে বলাবাহুল্য, বিকল্প কোন সূত্রই আমি খুঁজে বের করতে পারিনি।
আশার কথা এই যে, এই ঘটনাটি উইকিপিডিয়ার নির্ভরযোগ্যতারই একটি উদাহরণ হয়ে থাকল। আশাকরি আমাদের ইতিহাস, ঐতিহ্য নিয়ে ভবিষ্যতে আরো গবেষণামূলক কাজ হবে এবং আমরাও যাচাইযোগ্যতা অর্জন করতে পারব।
সবাইকে শুভকামনা।
আরো দেখুন,
স্বাধীন বাংলা ফুটবল দল, অমিপিয়ালব্লগ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।