আমাদের কথা খুঁজে নিন

   

লালসালু কি ভুয়া? ধম'কে পুজি করে কোন ধান্দা করা কি ঠিক?

আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----

রাজনিতি কেন ধম'ভিত্তিক হবে? ধম'কে অবশ্যই রাজনিতির বাইরে রাখা দরকার। ধম' নিয়ে রাজনিতি করা ধম'কে বিতকে'র মাঝে রাখা একই কথা নয় কি? কোন মানুষ কতটা খারাপ হলে ধম'কে পুজি করে ধান্দা করতে পারে? তার আশপাশের মানুষ কেমনে আবার তা সাপোট' করে? তাহলে লালসালু কি ভুয়া? আমি দেখেছি যারা বত'মানে ধমে'র নামে দুনিয়া জয় করতে চায়, তারা আসল ইবলিশ ছাড়া কিছু নয়। ইহজগত হলো তাদের ভোগের জায়গা। যাইহোক, কথা হল ধম'কে কখনই কোন বিতকে' জড়ানো ঠিক না, আর রাজনিতির মতো কোনো বিতকে' তো নয়ই। যারা ধম' নিয়ে রাজনিতি করে ফায়দা লুটতে চান তারা বলুন, রাজনিতি আর ধম' কি এক?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.