আকাশের ওপারে আকাশ
একটাই আকাশ ছিল আমাদের
একটাই সোনাই নদী-
তাঁর জোয়ান যৈবন জুড়ে পালতোলা নৌকার গুণের মাস্তুল
সে ও ঐ একটাই ছিল-
কতবার আমি মাস্তুলের আগায় বসে আকাশ দেখেছি অপলক
তুমি তখন খুব উদ্বিগ্ন, 'আচ্ছা,অমন হা করে তুমি
কি দেখছো ওখানে?'
আমি দেখি-
'জান্নাতের আরশীতে আঁকা তোমার আকাশলীন মুখ। '
মাছের পিঠের মত বেড়ে উঠা মসৃন লালসালু রাত
আর সাবাজিদ মাজারের তুষার শিরণীর অবিণাশী
ঘ্রাণের মত শুভ্র-সাদা গন্তব্য; এমনকি সে প্রতিশ্রুত
গন্তব্যে ফেরার যে অনাদি আকাঙ্খা; এর সব
সবই ছিলো আমাদের দুজনের একটা করে, শুধু একটা।
কিন্তু পথ আমাদের এক ছিলো না
তুমি ছিলে তোমার পথে, আর আমি আমার,
আমার নিজস্ব পথে।
পথের ভিন্নতা নিয়ে আমাদের মধ্যে যে উদ্বেগ ছিলো না তা
কিন্তু নয়,
তুমি তখন বলতে "দেখো , আমি শুধু তোমার জেনেলিনা নই, আমি তোমার জান্নাত । এই জান্নাত কী কসম, পথ ও মতের পার্থক্যই গন্তব্যে
পৌঁছার একমাত্র বাঁধা নয়।
বড় কথা হলো গন্তব্যের নিশ্চয়তা। আমাদের গন্তব্য যদি নিশ্চিত হয় তাহলে আমরা নিয়তিকে অতিক্রম করে সেখানে পৌঁছাবই"।
অবশেষে একদিন তোমার গন্তব্য নিশ্চিত হলো, শুধু তোমার।
নিশ্চিত গন্তব্যের পথে হেঁটে গেলে তুমি একা,
কারন তোমার একটা নিশ্চয়তা চাই। যে দিনকাল পড়ছে!
এক ব্যবসায় এখন কী আর জীবন চলে ? তুমি তাই কোন রিস্ক নিতে চাইলে না।
ও মা, তাইলে আমি ?
জেনেলিনা !
আমি এখনো পথে পথে, ভীষণ বিষম তোমার পথে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।