আমাদের কথা খুঁজে নিন

   

আমার হৃদয় কবিতা লিখে না

এটা আমার একান্ত পৃথিবী... আমার চিন্তার জগত... আমার স্বপ্ন রাজ্য... আমার মনের জানালা...জানালাটা খুলে দি

কবিতা লিখতে ক্রোধ নয় প্রয়োজন ক্রোধের বহিঃপ্রকাশ; বুকের ভিতর একটুকরো আগুন সংক্রমিত হবে আমার হৃদয় থেকে তোমাতে। কষ্ট কাকে বলে ... তা কেন একা আমি জানবো? তাতে কি নেই তোমার অধিকার? কবিতা লিখতে ভালোবাসা নয় চাই ভালোবাসার বহিঃপ্রকাশ; বুকের ভিতর গোলাপের সুরভি, চোখের তারায় সুরভি মাতম সংক্রমিত হবে আমার হৃদয় থেকে তোমাতে; সুখ কাকে বলে ... তা কেন একা আমি জানবো? তাতে কি নেই তোমার অধিকার? কবিতা লিখতে সৃষ্টি লাগে, ধ্বংস লাগে। ক্রিয়া-প্রতিক্রিয়া লাগে। নশ্বর লাগে। অবিনশ্বর লাগে।

দেহ লাগে। আত্মা লাগে। পৃথিবীর সবকিছুই লাগে। এসব আজ দুজনার। তোমার এবং আমার, কাবিক্য এবং কাব্যের; লেখক ও লেখিকার, পাঠক এবং পাঠিকার।

তবু কষ্ট বুকের ভিতরেই থাকে, ভালোবাসা থাকে সঙ্গোপনে। থাকে কেবলই আমার আমিত্বে। আমার কবিতা কাঁদে না, শুধুই জ্বলে। আমার হৃদয় কবিতা লিখে না, শুধুই ভালোবাসে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।