জীবন কবিতার মত। আর কবিতাগুলো দুর্বোধ্য।
বইেলি রোডরে রোমওিদরে জন্য দুঃসংবাদ!
বেইলি রোডের রোমিওদের জন্য দুঃসংবাদ। চাইলেই এখন থেকে আর বাল্পব্দবী নিয়ে দৃ®িদ্বকটু কিছু করা যাবে না। কোনো যুগলকে আপত্তিকর অবস্ট’ায় পাওয়া গেলে তাদের গ্রেফতার করবে পুলিশ।
এরই মধ্যে কয়েক জোড়া তরুণ-তরুণীকে সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়া কয়েক জোড়া তরুণ-তরুণীর অভিভাবকদের ডেকে এনে পুলিশ তাদের অভিযোগ জানিয়েছে। অভিভাবকদের বলে দেওয়া হয়েছে, তারা যেন তাদের সšøানদের সামলে রাখেন।
রমনা থানার ভারপ্রাপ্টø কর্মকর্তা (ওসি) একেএম দৌলত আকবর সমকালকে বলেন, ‘রমনা এলাকার বাসিন্দারা বেইলি রোডে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনেছেন। গত ২০ অক্টোবর থানায় ওপেন ডে হাউজ আলোচনাতেও বিষয়টি উঠে আসে।
এর পর থেকেই বেইলি রোডে তরুণ-তরুণীদের একে অপরকে জড়িয়ে ধরে আড্ডা দেওয়া বল্পেব্দর উদ্যোগ নেওয়া হয়। এখন তাদের সতর্ক করে দেওয়া হচ্ছে। দু’দিন পর থেকে তাদের গ্রেফতার করা হবে।
এদিকে রমনা থানা পুলিশ ও র্যাব সোমবার রাতে বেইলি রোডের প্রপার্টি ম্যানসন নামে একটি ভবনের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখান থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ তরুণীকে গ্রেফতার করেছে।
ওই বাসা থেকে ৩ জন কথিত খদ্দেরকেও গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, হেনা বেগম ও তার স্ট^ামী তারেক হোসেন প্রপার্টি ম্যানসনে বাসা নিয়ে কিছুদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। সে রমনা এলাকায় ‘হেনা ভাবী’ নামে পরিচিত। রমনা থানার সাব-ইন্সপেক্টর মাসুদুর রহমান জানান, হেনাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সমকাল হতে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।