চিত্রা, তুমি কার ভেতর তোমার অর্ধাঙ্গকে দেখো? কার আশ্রয়ে তোমার প্রগলভ হয় সাঙ্গ? তুমি কি আকাশ? আকাশের সাথে নারী’র কত মিল : মেঘ ছাড়াই বর্ষা আর বজ্রপাতে উদারহস্ত। তবু তোমারেই পড়ে মনে; যদিও আজ কাপড় কাচার সাথে সাথে গুঁড়া সাবান ধুয়ে নিয়ে গেছে তোমার শেষ সৌরভ। ধোপার নীলে নীল গরদের পাঞ্জাবি আজ, আর মনের নীলে আমি। এক অনুজ বলেছিলো, ডিম ওমলেট করতে গিয়ে কুসুম ফাটা নাকি পৃথিবী’র করুণতম দৃশ্যগুলোর একটি। আজ তেমনি সব দৃশ্যের অবতারণা হয়-- বেইলি রোডে নাটক শেষে আইস-ক্রিম খেতে বসে। ১৩/০৭/১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।