চ্যাম্পিয়নস লিগের জন্য আজ বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেড় বছর পর ওয়ানডে দলে ফিরিয়ে আনা হয়েছে অলরাউন্ডার মিচেল মার্শকে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গত মাসে দলের সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন শেন ওয়াটসন। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান জর্জ বেইলিকে।
২০১১ সালের ১৯ অক্টোবর ওয়ানডে অভিষেক হয় মার্শের। ওই ম্যাচের পর ওয়ানডেতে আর দেখা যায়নি তাঁকে। ২১ বছর বয়সী মার্শকে ফিরিয়ে আনার ব্যাপারে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জন ইনভেরারিটি বলেন, ‘হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মার্শের ঘরোয়া মৌসুম বিঘ্নিত হয়েছে। তবে কোনো সন্দেহ নেই, আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সামর্থ্য তাঁর রয়েছে। ’
জর্জ বেইলির ব্যাপারে প্রধান নির্বাচক বলেন, ‘জর্জের নেতৃত্বের গুণাবলিতে জাতীয় নির্বাচক প্যানেল মুগ্ধ।
অভিজ্ঞতা ও গুণাবলি বিবেচনায় নিয়ে সহ-অধিনায়ক হিসেবে জর্জকেই আমাদের কাছে যথার্থ ব্যক্তি মনে হয়েছে। ’
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এর মানে, অসিদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জানান, শিরোপা ধরে রাখা সম্ভব—এমন একটা দলই গঠন করেছেন তাঁরা। ইনভেরারিটি বলেন, ‘দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এমন দল নির্বাচন করেছি, যেন শিরোপা ধরে রাখা যায়।
২০১৫ বিশ্বকাপও আমাদের মাথায় রয়েছে। ’
অস্ট্রেলিয়া দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি (সহ-অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ফিলিপ হিউজ, অ্যাডাম ভোগস, ম্যাথু ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, জেমস ফুলনার, হাভিয়ের ডোহার্টি, ক্লিন্ট ম্যাকাই, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও নাথান কুটলার-নাইল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।