আজ বহুদিন পর বেইলি রোডের সেই ফাষ্টফুডের দোকানের সামনে এসে দাড়িয়েছি । রিক্সা থেকে নেমেই যে তুমি হুড়হুড় করে এই ফাষ্টফুডে ঢুকেই ওয়েটারকে ডাকাডাকি করতে । জানো তুমি, সেই ওয়েটারটা এখনোও আছে । আছে সেই দোকানদার আংকেলও যে কিনা তোমাকে মেয়ের মত দেখতো । কিন্ত নেই তুমি , নেই তোমার পরশ ।
এখনও আমি প্রায়ই এখানে আসি , একা একা বসে থাকি , তারপর ........... তারপর তোমাকে আনমনে ভাবি ... শুধুই ভাবি , ভাবতেই থাকি ....... । যে তুমি হাতে হাত রেখে সমস্ত পৃথিবীকে একপাশে রেখে আমাকে কথা দিয়েছিলে এ বাধন ছিড়বেনা কখনো । সেই তুমি আজ আমাকেই করে দিলে আরেক পৃথিবীর মানুষ । পৃথিবীটা বড়ই নির্মম মনে হয় , মনে হয় স্বাথর্পর । বিশ্বাস করো তোমায় এখনও অনেকককককককক ভালবাসি ।
আরিফুল ইসলাম টিটু
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।