আমাদের কথা খুঁজে নিন

   

স্মরণকালের সবচাইতে বাজে ঈদ

I realized it doesn't really matter whether I exist or not.

স্মরণকালের সবচাইতে বাজে ঈদ বোধহয় এবারের ঈদটা ছিল আমার জন্য। যদিও এবারের ঈদের সালামীটা অন্যান্যবারের চেয়ে বেশীই পেয়েছি । দেখুন আমার এবারের ঈদের দিনের ঘটনা। টিনশেড বাসা ঝাড়া বৃষ্টির মধ্যে ফোঁটা ফোঁটা পানি গায়ে পড়ায় ঘুম ভাঙলো। উঠে গোসল করে মসজিদের উদ্দেশ্যে রওনা।

মিরপুর মাজার শরীফ মসজিদ সকাল ৭ টা ৪৫ মিনিট নীচতলা মুসল্লী পরিপূর্ণ। উপরতলা তখনও খালি। আমি আর আমার বড় ভাইয়া একসাথে গিয়েছিলাম ঈদের নামাজ পড়তে। ফ্যানের নীচে মোটামোটি শুকনো একটা জায়গাই পেয়ে গেলাম। বৃষ্টির কারণে মাজার মসজিদের আঙ্গিনা ভিজে যাওয়া বহু মুসল্লী নামাজ পড়তে পারবেন না এই আশঙ্কায় প্রথমবারের মত ঐ মসজিদে দ্বিতীয় জামাতের ঘোষণা দেয়া হলো।

যথারীতি নামাজ শেষ হলো ৯ টা ১৫ মিনিটে। দ্বিতীয় জামাত ছিল সাড়ে নয়টায়। বিশালাকার দু'টি ও ক্ষু্দ্রাকার একটি বহিঃর্গমন সদর ফটক পুরোপুরি খোলা থাকা সত্বেও গেটে এমন ভীড় হলো, যেন মাছবাজারকেও ফেল। দ্বিতীয় জামাতের মুসল্লীরা ঢুকবে কিভাবে। এদিকে আমি আর ভাইয়াও ঐ মহা ভীড়ের মধ্যে ঠেলাঠেলি করে কোনরকমে চ্যাপ্টা হওয়া থেকে রক্ষা পেয়ে অক্ষত বাসায় ফিরলাম।

যথারীতি সেমাই ভক্ষণের পর আর কোন কাজ নেই। সালাম-সালামীর পর্ব শেষে আর কোন কাজ না থাকায় একটু শুয়ে পড়লাম। এবং এক ঘুমে দুপুর ২টা পর্যন্ত সময় পার করে দিলাম। খাওয়া দাওয়া শেষেও আর কোন কাজ না পেয়ে বোরিংয়ের মাধ্যমেই টাইম পাস করলাম। এই গেল ঈদের দিনের কথা।

আজ পর্যন্ত হাতে গোণা দু'একটা অনুষ্ঠান বা নাটক ছাড়া এবারের পুরো ঈদ আয়োজনই ছিল একেবারেই বাজে। তাই টিভি নিয়েও শান্তিতে ছিলাম না। ভালো বলতে এবারের ইত্যাদিটা একটু উন্নত মনে হয়েছে। ইত্যাদির একটি বিষয় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হওয়া উচিৎ সেটা হচ্ছে বর্তমান উপস্থাপক-উপস্থাপিকাদের বাড়াবাড়ি। তারা এমন একটা ঢঙে কথা বলে যেন সবাই তাঁর সম কিংবা ছোটবয়সী।

উপস্থাপনার ক্ষেত্রে এই বেয়াদবী অবিলম্বে বন্ধ করা হোক । যাই হোক, এই মহা বোরিং ঈদে আজ পর্যন্ত ঈদ উপলক্ষে কোথাও বেড়াতে যাওয়াও হয়নি। অতএব বুঝতেই পারছেন, আমার এবারের ঈদ!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.