সুখের দিনে তোমার কথা ভাবি....দুখের সাথে একলা রয়ে যাই....
দাদা বৌদি সাইজা গুইজা পূজায় ঘুরতে যাইতে রেডি। বৌদির লাগছে ১.৩০ ঘন্টা আর দাদার ৪০ মিনিট (সাজতে গুজতে)। আমি কইছি গাড়ি নিয়া যাইতাছস যা কিন্তু ফটুক তুইলা আনবি, ব্লগে দিমু। দাদা নোকিয়ার (আমার ৬৩০০) ইনচার্জ হইয়া ব্যাটারী চার্জ দিয়া রেডি। মায় কইলো কিরে তরা চা খাবিনা! দাদায় কয় ধুর একটু পড়ে গিয়া বিরিয়ানী খামু।
স্যন্ডেল করছে পালিশ। বৌদি সকালে বিউটি পার্লারে গিয়া দাদার ২২৩ বার দাড়ি কামানোর খরচা (দাদা হিসাব কইরা কইছে) কইরা আসছে খরচ। রঙ চঙ যা ছিল সব মাখামাখি শ্যাষ। আয়নার সামনে দিয়ে ১৪০০ বার ঘুরানি দেওয়াও শ্যাষ (দাদা বৌদি দুইজনেই)।
মাগার হায় হায় হায় হায়.......ঘরের দরজা খুইলাই খাইলো হিঁচকি।
বরুন দেবে পূজার প্রসাদ না পাইয়া খুইলা দিছে শাওয়ার। এখন দুইজনে মিলা চেয়ারে বইসা গালে-হাতে এক কইরা জানালা দিয়া বৃষ্টি দেখতাছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।