আমাদের কথা খুঁজে নিন

   

আজকাল টিভিতে

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

আজকাল টিভিতে যে সমস্ত প্রোগ্রামকে ঈদের প্রোগ্রাম বলে চালায় তার থেকে রেগুলার টিভি প্রোগ্রাম অনেক ভাল বলে আমার কাছে মনে হয়। দুপুর বেলায় "আহা" নামক বাংলা ছায়াছবি দেখতে যেয়ে মেজাজ খারাপ হয়ে গেল। এত ধীর গতিতে চলা আর অতি বিরক্তিকর ফেরদৌস এর ছবি অসহ্য লাগল আমার। সন্ধ্যার পর "বাবা এবং ঈদ" এই নামের সম্ভবত ১টা নাটক দেখতে গেলাম। চাচাতো বোনের ছেলে এমনিতেই প্রশ্ন ব্যাংক তারপরে আবার সময়টা তার "সোনা বৌঠান" দেখার, নাটকটা দেখতে দিল না। তারপর তাদের যাওয়ার পর টিভি দেখতে আবার ছ্যাচরার মত গেলাম। চানাচুর অসহ্য হয়ে টিভি না দেখে ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। এবার শুরু হল খবর! কে কোথায় কিভাবে ঈদ করছে, ঈদে বাচ্চারা না বুঝে কি ভাবে ঈদ তাই আনন্দ করছে......এ সমস্ত খবর একদিকে চলছে অন্যদিকে এটিএন বাংলায় ইভা রহমান এর বেসুরা গান!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।