আমাদের কথা খুঁজে নিন

   

"প্রচেত্য" এখন "সর্বোচ্চ ব্লগার" ক্লাবভূক্ত। এ পথচলায় আমার সঙ্গী সহ-ব্লগার সকল বন্ধুদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা।

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

প্রচেত্য (২৫৮) এই লিংকটি দেখা যাচ্ছে "সর্বোচ্চ ব্লগার"-এর তালিকার সবার নীচে। সত্যি আমিও আশ্চর্য ও আনন্দিত হয়েছি যখন জানতে পারলাম সামহোয়ারইন ব্লগের "সর্বোচ্চ ব্লগার"-এর তালিকায় আমার নিকটি পোষ্ট সংখ্যা বিবেচনায় একটি অবস্থান করে নিয়েছে। আমি প্রথমেই স্মরণ করি আমার সহ ব্লগার ছোট বড় ভাই-বোন, বন্ধু, বান্ধবী সহ সবাইকে যাদের উতসাহ, উদ্দীপনা, প্রেরণার এক বহি:প্রকাশ আজকের এই অবস্থান। আগেই বলে নিই, না আমি কোন লেখক, না কবি, না সাহিত্যিক, কোন গোত্রেই আমাকে বড্ড বেমানান মনে হবে, একান্ত নিজের তাগিদেই লিখে চলি যার পুরোটার মালিক আমি স্বয়ং। যেকোন ভাল এবং তাতপর্যপূর্ণ বিষয়ের লেখা পড়তেই উতসাহ বোধ করতাম, সেই থেকেই নিজের ভিতর কিছু লেখার চেষ্টাও চালিয়ে যেতাম, কিন্তু তা প্রকাশের কোন মাধ্যম না থাকায় তা শুধু কাগুঁজে পৃষ্ঠায়ই সীমাবদ্ধ ছিল, কিন্তু ব্লগিং এ সীমাবদ্ধতা থেকে আমাকে মুক্ত করেছে।

এই ব্লগে প্রথম যেদিন পা রাখি ১২মে'২০০৭, এবং প্রচেত্য পোষ্টের মাধ্যমে শুরু হয় বাংলা ব্লগিং জগতে আমার পথচলা, মে'০৭ থেকে অক্টোবর'০৭ এই ৬মাস পথচলায় আমি কোন নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইনি, তাই আত্মজীবনি থেকে শুরু করে সমাজের ঘটে যাওয়া ঘটনা, খেলাধূলা, ইন্টারনেট নিয়ে টুকিটাকি উপস্থাপন, জীবনের শুধু দু:খ কষ্টের ঘটনাই নয় সুখ ও মজার ঘটনাগুলোও এ পর্যন্ত যতদূর সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি। সাড়াও পেয়েছি আর পেয়েছি বলেই এতদূর আসার আস্পর্ধা দেখিয়েছি। মন্তব্য করার ক্ষেত্রে আমাকে কঞ্জুসও বলা যেতে পারে কিন্তু আমাকে দোষ দিযে লাভ নেই, কারণটা হচ্ছে যা ব্লগিং করি অফিসের ব্যস্ত সময়ের মাঝে যেটুকো অবসর সময় পাই তার মধ্য থেকে ব্লগের জন্য একটি সময় বরাদ্দ করে রাখি, এর মধ্যেই যা সব, বুঝতেই পারছেন যদি সারাদিন মন্তব্য আর পোষ্ট করি তাহলে কায়েন্টের লম্বা সিরিয়াল পড়ে যাবে, এমনিতেই এই ব্লগিং-এর জন্য আইটি থেকে তিনবার মধুর সতর্কবার্তাও পেয়েছি। ব্লগে অর্জনের হিসেবকে বেশ অনেক পৃষ্ঠা জুড়ে, এমন কিছু বন্ধু ও চমতকার মনের মানুষ পেয়েছি যেখানে প্রথমে নেটে এখন ফোনে পর্যন্তু সম্পর্ক গড়িয়েছে, শুধু সম্পর্কই নয় এমন সুন্দর সুন্দর উপস্থাপনার বিষয়াবলী যেখানে মমতার সুর আছে, প্রতিবাদের বজ্র কণ্ঠ আছে, আছে সুখ দু:খের ভাগাভাগি, খারাপ কিছু যে নেই তা নয় কিন্তু ভাল'র ভাল সেই খারাপ কিছুকে ছাপিয়ে যায় তাই 'ভাল' শব্দটিকেই সামওয়ারইনের জন্যই প্রযোজ্য যার পুরোটাই দাবীদ্বার ব্লগের 'ভাল' ব্লগার বন্ধুরা। ইচ্ছে আছে ব্লগিং কন্টিনিউ করার, কিন্তু অদৃষ্টে লিখনে কি আছে কে জানে, এ পথচলার পরেও আপনাদের উতসাহ পাবার বাড়তি আবেদনটুকু করতেই পারি, সেজন্যই অন্তত আপনাদের পাশে থাকার সুযোগটুকু চাই।

আবারও ধন্যবাদ জানাই ব্লগের সকল ব্লগার বন্ধুদেরকে যারা আমার লেখা কষ্ট করে মূল্যবান সময় নষ্ট করে পড়েন, ধন্যবাদ জানাই কর্তৃপকে যাদের সুবাদে ব্লগিং করার সম্ভব হচ্ছে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।