আমাদের কথা খুঁজে নিন

   

প্রচেত্য’র সিদ্ধান্তহীন এলোমেলো জীবনযাপন

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

প্রচেত্য আজ খানিকটা এলোমেলো। কিছুটা অন্যমনষ্কও বটে। আকাশে বিক্ষিপ্তভাবে ছুটে চলা মেঘেদের কণার মত ভাবনাগুলোও কেমন জানি দুলছে এলোমেলো বাতাসে। টুকরো টুকরো ছেড়া ভাবনা, মনের আকুতিগুলোকে এক করার তীব্র ইচ্ছা পর্যন্তই সব, বাস্তবে রুপ দিয়ে হয়ে উঠেনা আর। এরকমটা আগে হয়েছে কিন্তু এতটা তীব্র হয়নি। সময়ের স্রোতে পরিপূর্ণতার সাথে সাথে এলোমেলো হবার আশংকটাও ভর করে। প্রচেত্য এমন অবস্থানে নিজেকে নিজে চিনতে পারেনা, বুঝতে পারেনা, নিজেকে নিজেই অবিশ্বাস করে জীবনটাকে অস্বস্তি মনে হয়, সময়কে অশ্রদ্ধা করে, আবার ভয়ও পাই, সময়ের সাথে এমন ব্যবহারে যদি ক্ষুন হয়ে সময় তাকে কোন শাস্তি দেয়। সে শাস্তিও মেনে নিতে পারবেনা। এমন দোলাচালে কি বেঁচে থাকা যায়? বেঁচে থাকার অধিকারও হারাতে রাজী নয়। কে পারে এমনভাবে বাঁচিতে, যেমনটি প্রচেত্য বেঁচে আছে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।